শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সারা দেশে বিশ্ব এইডস দিবস পালিত

স্বদেশ ডেস্ক
  ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০

'সারা বিশ্বের ঐক্য এইডস্‌ প্রতিরোধে সবাই নিব দায়িত্ব' এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বিভিন্ন স্থানে আলোচনা সভা ওর্ যালি অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

ঝিনাইদহ : সিভিল সার্জন ডা. সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, সদর হাসপাতালের তত্ত্ব্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ, মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম কবির, ভারপ্রাপ্ত আরএমও ডা. লিমন পারভেজ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মেডিকেল অফিসার ডা. তালাত তাসনিম।

দুর্গাপুর (নেত্রকোনা) : উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের মেডিকেল অফিসার এস এম তানজিরুল ইসলাম রায়হানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আবাসিক মেডিকেল অফিসার এ এস এম ফাতেহ্‌ আকরাম। এ সময় উপস্থিত ছিলেন এনজিও সমন্বয় পরিষদের সভাপতি শামীম কবীর, ডিএসকের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, ওয়াই ডবিস্নউ সি এর সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের মাঠ কর্মকর্তা ছবি ম্রং প্রমুখ।

নওগাঁ : আলোচনা সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মোর্শেদের সভাপতিত্বে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ, মেডিকেল অফিসার ডা. আশিষ কুমার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান চৌধুরী, জেলা সমন্বয় পরিষদের সভাপতি ও রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান প্রমুখ বক্তব্য রাখেন।

নীলফামারী : সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মেজবাহুল হাসান চৌধুরী, মেডিকেল অফিসার আবু হেনা মোস্তফা কামাল, স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের সোহেল প্রমুখ।

খুলনা : অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এ সময় সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. সাদিয়া মনোয়ারা উষা, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে