শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি অব্যাহত

স্বদেশ ডেস্ক
  ২৯ নভেম্বর ২০২০, ০০:০০
আপডেট  : ২৯ নভেম্বর ২০২০, ১৬:৩২
বাগেরহাটের ফকিরহাটে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি -যাযাদি

স্বাস্থ্য পরিদর্শকদের-১১তম গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের-১২তম গ্রেড ও স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড দেওয়ার নিয়োগবিধি সংশোধন এবং বেতনবৈষম্য নিরসনের দাবিতে অব্যাহতভাবে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে বাংলাদেশ হেলথ্‌ এসিস্ট্যান্ট এসোসিয়েশন। শনিবার কর্মসূচির দ্বিতীয় দিনেও আলোচনা সভা, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে তারা। প্রতিনিধিদের পাঠানো খবর: নাটোর: বাংলাদেশ হেলথ্‌ এসিস্ট্যান্ট এসোসিয়েশন জেলা শাখা, স্বাস্থ্য বিভাগীয় মাঠকর্মী ও হেল্‌থ ইন্সপেক্টর সেকটোরাল অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে নাটোর সদর স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে বক্তব্য রাখেন হেলথ্‌ এসিস্ট্যান্ট এসোসিয়েশন নাটোর শাখার সভাপতি শাহ আলম, সম্পাদক মতিউর রহমান, সাংগাঠনিক সম্পাদক আফজাল হোসন প্রমুখ। বকশীগঞ্জ (জামালপুর): উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স চত্বরে কর্মবিরতির দ্বিতীয় দিনে হেল্‌থ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের বকশীগঞ্জ শাখার সভাপতি মো. আব্দুস ছামাদ ও সাধারণ সম্পাদক তাহিরুল ইসলামের নেতৃত্বে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীরা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সামনে আয়োজিত কর্মবিরতিতে বক্তব্য রাখেন হেল্‌থ এসিস্ট্যাট এসোসিয়েশন জেলা সভাপতি আব্দুল আহাদ, গোলাম রসুল, মনোয়ারা খাতুন, আহসান হাবিব ও শাহ আলম প্রমুখ। ফকিরহাট (বাগেরহাট): উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স চত্বরে কর্মবিরতি পালনের সময় উপস্থিত ছিলেন খান মো. মিলন শেখ, ফরিদা ইয়াসমিন, বেবী ইয়াসমিন ও মরিয়ম ডলিসহ স্বাস্থ্যকর্মীরা। মোলস্নাহাট (বাগেরহাট): মোলস্নাহাট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স চত্বরে অনুষ্ঠিত কর্মবিরতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেল্‌থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন উপজেলা সভাপতি জাহাঙ্গীর শিকদার, সাধারণ সম্পাদক মিরান মোলস্না, স্বাস্থ্য পরিদর্শক দিলিপ কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ। হাইমচর (চাঁদপুর): হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সামনে অনুষ্ঠিত কর্মবিরতিতে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ড এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর বেতন স্কেলসহ টেকনিক্যাল ঘোষণা দিয়েছিলেন। এরপর দীর্ঘ ২২ বছর পেরিয়ে গেলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে তা আজও বাস্তবায়িত হয়নি। মান্দা (নওগাঁ): নওগাঁর মান্দায় কর্মসূচিতে সংগঠনের সভাপতি হারেজ আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মুজিবুর রহমান, স্বাস্থ্য সহকারী শাহ আলম হাজারী ও জয়ন্তী রানী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। তাহিরপুর (সুনামগঞ্জ): তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সামনে দ্বিতীয় দিনের কর্মবিরতিতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক একেএম রফিকুল ইসলাম, সহ-স্বাস্থ্য পরিদর্শক বিকাশ রঞ্জন তালুকদার, স্বাস্থ্য সহকারী সিরাজুল আলম, দেবরাজ পুরকায়স্থ, দিবাকর সরকার নান্টু, শামীম রেজা, গোপেশ রায়, মহিবুর রহমান, রিংকু চৌধুরী ও হামিদা খাতুন প্রমুখ। রামগঞ্জ (লক্ষ্ণীপুর): লক্ষ্ণীপুরের রামগঞ্জ উপজেলা হাসপাতালের গেটে অনুষ্ঠিত কর্মবিরতিতে উপজেলা দাবি আদায় বাস্তবায়ন কমিটির সমন্বয়ক শহিদ উল্যাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সমন্বয়ক এএইচআই মো. জামাল উদ্দিন, এইচআই কামাল হোসেন, আব্দুল করিম, বিলস্নাল হোসেন ও আজিজ উল্যাহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে