শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাগেশ্বরী হানাদার মুক্ত দিবস আজ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ২৯ নভেম্বর ২০২০, ০০:০০

আজ ২৯ নভেম্বর। নাগেশ্বরী হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এ দিনে হানাদার মুক্ত হয় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী। মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্র বাহিনীর আক্রমণে পরাজিত হয়ে নাগেশ্বরী ছাড়তে বাধ্য হয় পাকিস্তানি বাহিনী।

উপজেলার রায়গঞ্জে ২০ নভেম্বর মুক্তি বাহিনী ও ভারতীয় মিত্র বাহিনীর আক্রমণে ক্ষতিগ্রস্ত পাক বাহিনীর ২৫ পাঞ্জাব রেজিমেন্ট পিছু হটে। পরে দক্ষিণ ব্যাপারীহাটে শক্ত ডিফেন্স গড়ে তোলে। মুক্তিবাহিনী ও ভারতীয় বিএসএফ-এর ১২ রাজপুতনা রাইফেলস সংগঠিত হয়ে ২৮ নভেম্বর রাতে তাদের উপর সাঁড়াশি আক্রমণ চালায়। ২৯ নভেম্বর ভোররাতে পরাজিত পাকিস্তানিরা দক্ষিণ ব্যাপারীহাট ছেড়ে পালিয়ে যায়। ফলে হানাদারমুক্ত হয় নাগেশ্বরীর আকাশে উত্তোলিত হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে