বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চৌদ্দগ্রামে 'মুক্তিযুদ্ধ জাদুঘর' ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি
  ২৯ নভেম্বর ২০২০, ০০:০০
কুমিলস্নার চৌদ্দগ্রাম মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সাবেক রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক এমপি -যাযাদি

কুমিলস্না জেলা প্রথম মুক্তাঞ্চল চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘির পাড়ে মুক্তিযুদ্ধের স্মরণে 'মুক্তিযুদ্ধ জাদুঘর' নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন সাবেক রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক এমপি। এ উপলক্ষে জগন্নাথদীঘি মুক্তাঞ্চল স্মৃতি পরিষদ আলোচনা সভার আয়োজন করে। পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক রেলপথ মন্ত্রী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া, জেলা আওয়ামী লীগ নেতা আলী হোসেন, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উলস্নাহ বাবুল, সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী ড. আবদুল মান্নান ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহজালাল মজুমদার, জগন্নাথদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মুজিবুল হক, ইউপি চেয়ারম্যান জানে আলম ভুঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করেন মুজিবুল হক এমপি। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে