শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৯ নভেম্বর ২০২০, ০০:০০

মিলনমেলা

\হবকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে পারিবারিক মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের লাউচাপড়া অবসর বিনোদনকেন্দ্রে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, ইউএনও মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উলস্নাহ হোসনা, সিনিয়র সহ-সভাপতি জিএম সাফিনুর ইসলাম, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু।

সনদ বিতরণ

\হচৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছায় তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় চৌগাছা উপজেলা পরিষদ হলরুমে এই সনদ বিতরণ করা হয়।

চৌগাছা প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টুর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন পিআইবির প্রশিক্ষক ও বাংলাভিশন টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর রুহুল আমীন রুশদ, প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব ডিবিসি টেলিভিশনের যশোর প্রধান সাকিরুল কবীর রিটন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ও যমুনা টেলিভিশনের যশোর প্রধান সাজেদ রহমান বকুল।

আলোচনা সভা

\হকলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নারীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এপির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

এপি প্রজেক্ট অফিসার শান্তি দেবনাথের সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার জনি মলিস্নকের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রজেক্ট অফিসার টুকি চাম্বুগং, সুরেশ কুমার রায়, উজ্জ্বল রেমা ও শ্যামল মানখিন।

মাস্ক বিতরণ

\হকালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

'স্বাস্থ্যবিধি মেনে চলি, রাষ্ট্রীয় আইন মান্য করি' ও 'অপ্রয়োজনে বাহিরে না যাই, মাস্ক ছাড়া সেবা নাই' শ্লোগানে কালীগঞ্জ স্বদেশি প্রবাসী কল্যাণ ফোরামের আয়োজনে বিনামূল্যে ২০ হাজার মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক।

সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়িার জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাশহুদুর রহমান সাজেদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, আওয়ামী লীগ নেতা এসএম রবিন হোসেন প্রমুখ।

বৃত্তি প্রদান

\হকটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে সরকারি কর্মচারীদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কটিয়াদী সরকারি কর্মচারী কল্যাণ সংঘের আয়োজনে শুক্রবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

কটিয়াদী সরকারি কর্মচারী কল্যাণ সংঘের সভাপতি মো. আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নূর মোহাম্মদ এমপি।

সরকারি কর্মচারী কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আশরাফুল আলম, কটিয়াদী পৌরসভার মেয়র শওকত উসমান।

মতবিনিময় সভা

\হনবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের 'মাদকমুক্ত নবীনগর চাই' সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. আবু কাউছারের সভাপতিত্বে ও ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, পৌর মেয়র অ্যাডভোকেট শিব সংকর দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, নবীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রশিদ।

ত্রি-বার্ষিক সম্মেলন

\হকটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে মসূয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মসূয়া ঈদগাহ মাঠে মসূয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল হক দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নুর মোহাম্মদ এমপি।

মসূয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, কটিয়াদী উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শারফুল কাদের মনি, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মাহফুজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান খাঁন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।

শপথ গ্রহণ

\হলালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহন উপজেলার ৬নং ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা পরিষদ সম্মেলনকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক (ভোলা) মো. মাসুদ আলম সিদ্দিক। এ সময় শপথ গ্রহণ করেন নবনির্বাচিত চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ ও ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ড থেকে নির্বাচিত ৯ জন সাধারণ সদস্য এবং ৩ জন সংরক্ষিত নারী সদস্য।

আনন্দর্ যালি

\হঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার 'ওয়ান হেলথ প্রোগ্রামের' কো-চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ঘাটাইলের সাবেক এমপি আমানুর রহমান খান রানার পক্ষ থেকে বর্ণাঢ্য আনন্দর্ যালি বের করা হয়। শনিবার দুপুর ১২টায় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যানারে আয়োজিত আনন্দর্ যালিটি ঘাটাইল সদরের শহীদ আব্দুস সাত্তার রোডের (স'মিল) এমপি রানার বাসা চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।র্ যালিতে অংশ নেন দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, দিগলকান্দি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, যুবলীগ নেতা সুলতান মাহমুদ সুজন, জামুরিয়া ইউপি চেয়ারম্যান ইখলাক হোসেন খান, আওয়ামী লীগ নেতা সুমন খান বাবু, কৃষকলীগের আহ্বায়ক আলমগীর হোসেন প্রমুখ।

আলোচনা সভা

\হভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে 'শান্তিপূর্ণ নির্বাচন ও আমাদের প্রত্যাশা' শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা সাব রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে আগামী পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ করার বিষয়ে আলোচনা হয়।

পিস ফেসিলিটেটর গ্রম্নপ (পিএফজি) ভূঞাপুর শাখার আয়োজনে পিস অ্যাম্বাসেডর মির্জা মহীউদ্দীন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ওসি (তদন্ত) এনামুল হক চৌধুরী, ভূঞাপুর পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুস সাত্তার, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল, ভূঞাপুর শাখার সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত প্রমুখ।

ভবন উদ্বোধন

\হদেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার দেবিদ্বার উপজেলায় ২৩ কোটি টাকা ব্যয়ে জাফরগঞ্জ সিজি -বড়শালঘর আর এইচডি ভায়া ইফসুফপুর ইউপি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নব নির্মিত ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার উদ্বোধন করেন রাজী মোহাম্মদ ফখরুল এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান, দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আনোয়ার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, কুমিলস্না জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, উপজেলা প্রৌকশলী মো. শাহ আলম প্রমুখ।

লালকার্ড প্রদর্শন

\হকাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে পলস্নী সমাজের সদস্যরা বাল্যবিয়েকে লাল কার্ড দেখিয়েছেন। শনিবার উপজেলার মহেশপুর ইউনিয়ন পরিষদ সম্মেলনকক্ষের সামনে বাল্যবিয়েকে এ লাল কার্ড প্রদর্শন করেন বিভিন্ন বয়সি নারীরা।

ইউসিএফের ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে সুফলভোগী জবেদা বেগমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে মহেশপুর ইউনিয়ন পরিষদের সামনে শতাধিক বিভিন্ন বয়সি নারী 'বাল্যবিয়েকে না বলো' শ্লোগানে লাল কার্ড প্রদর্শন করেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন কর্মসূচির সংগঠক মিলন কুমার দাস।

সেমিনার অনুষ্ঠিত

ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে 'পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতিহা-ই-ইয়াজদাহম' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামা'আত বাংলাদেশ টাঙ্গাইল শাখা ওই সেমিনারের আয়োজন করে।

গাউসিয়া কমিটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ অধ্যক্ষ আব্দুল হাই সেমিনারের উদ্বোধন করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, টাঙ্গাইলের সরকারি এমএম আলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আলী আশরাফ খান।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন, সরকারি সা'দত কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ হুমায়ুন কবীর।

টাঙ্গাইল হাজিবাগ দরবার শরীফের পীর সাহেব অধ্যাপক আলহাজ মো. আব্দুল কুদ্দুস খুসরুর সভাপতিত্বে সেমিনারে প্রধান মেহমান ছিলেন, আহ্‌মাদাবাদ শরীফের পীর সাহেব আলহাজ শাহ্‌ সুফি সাইফুলস্নাহিল ক্বাতেয়ী।

গণসংযোগ

\হকেশবপুর (যশোর) প্রতিনিধি

আসন্ন পৌরসভা নির্বাচনে যশোরের কেশবপুরে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিলন মিত্র ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন। গণসংযোগের পাশাপাশি তিনি নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক অব্যাহত রেখেছেন।

প্রচারণার অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট মিলন মিত্র কেশবপুর পৌরসভার ৩ নম্বর সাবদিয়া-বায়সা ওয়ার্ডের ভোটারদের সাথে গণসংযোগ ও মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মাওলানা নাসির উদ্দীন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার খান, মান্নান, জিয়াউর রহমান, আব্দুল জলিল, আব্দুর রাজ্জাক, সবুর হোসেন, বক্কার প্রমুখ।

মতবিনিময় সভা

\হচরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটায় সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বোরহান মোল্যার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বোরহান মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৩ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ খান। এ সময় বক্তব্য রাখেন উক্ত ওয়র্ডের বাসিন্দা মো. ইউনুস আলী মোল্যা, মুক্তিযোদ্ধা শাহজাহান খান, আ. হালিম মোল্যা, মো. আতাউর রহমান, মো. আনসার মোল্যা প্রমুখ।

পুনর্মিলনী অনুষ্ঠিত

ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

দুপচাঁচিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠান নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মহাশ্মশান কালীবাড়ি (উপজেলা কেন্দ্রীয় মন্দির) প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপস্নব। উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব।

কার্যক্রম উদ্বোধন

\হলালমনিরহাট প্রতিনিধি

মুজিববর্ষে শতভাগ বিদু্যতায়নের লক্ষ্যে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার অফ গ্রিড চরাঞ্চলসমূহে নেসকো লিমিটেড এর নিজস্ব অর্থায়নে ১৬৯১টি পরিবারে সোলার হোম সিস্টেম স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

নেসকো লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক জাকিরুল ইসলাম-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিদু্যৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব হাবিবুর রহমান, নেসকো লিমিটেডের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব এ কে এম হুমায়ুন কবীর, স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক প্রকৌশলী এম এ আজিজ। উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান, কালীগঞ্জ উপজেলা বিক্রয় ও বিতরণ বিভাগ নেসকো লিঃ সহকারী প্রকৌশলী ফারহান আনজুম খন্দকার, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, যুবলীগ সভাপতি রেফাজ রাঙ্গা, ভোটমারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহাদুল হক চৌধুরী প্রমুখ।

চাষি প্রশিক্ষণ

\হগাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে দিনব্যাপী পাটবীজ চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে জেলা পাট কর্মকর্তা কেএম আবদুল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুর ই আলম সিদ্দিকী।

উন্নত প্রযুক্তি-নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণে উপজেলার পৌরসভাসহ ৯টি ইউনিয়নের ১০০ চাষি অংশ নেন।

কার্যালয়ে চুরি

ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

টাঙ্গাইল জেলা সদর রোডের পুরাতন কোর্ট চত্বরে অবস্থিত জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে শুক্রবার রাতে চুরি সংঘটিত হয়েছে। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ জানান, শনিবার সকালে উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে গিয়ে তিনি দেখতে পান, কার্যালয়ের পেছনের টিন কেটে চোররা ঘরে ঢুকে কার্যালয়ের একটি সিলিং ফ্যান ও ১০টি চেয়ার নিয়ে গেছে এবং কার্যালয়ের অন্যান্য জিনিসপত্র তছনছ করেছে। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

আলোচনা সভা

\হবাগেরহাট প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিপূরণের অর্থ উপকূলীয় মানুষের জন্য যথাযথ ব্যবহারের দাবি আদায়ে অধিপরামর্শ ফোরাম গঠনের লক্ষ্যে বাগেরহাটে শনিবার দুপুরে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার শ্যামনগরকেন্দ্রিক বেসরকারি সংস্থা লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার রিসার্চ সোসাইটির (লিডার্স) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

অধ্যাপক মোজাফ্‌ফর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। উদয়ন বাংলাদেশের নির্বাহী প্রধান শেখ আসাদের পরিচালনায় এ সভায় আলোচনায় অংশ নেন বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সরদার আনসার উদ্দিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাড. শরিফা খানম প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালা

\হমোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোলস্নাহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্যকর্মীদের করোনা সচেতনতায় জনসেবাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার ও জাইকার সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সভাকক্ষে শনিবার এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিপস্নব কান্তি বিশ্বাসের সার্বিক সমন্বয়ে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল আউয়াল, রোগ নিয়ন্ত্রণ মেডিকেল অফিসার ডা. সৌমিত্র মিত্র, প্রেসক্লাব মোলস্নাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান প্রমুখ।

কাজ উদ্বোধন

\হদৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চারটি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আ ক ম সরওয়ার জাহান বাদশাহ্‌ এমপি।

উপজেলার প্রাগপুর ইউনিয়নের শহীদ কচি সড়ক ও প্রাগপুর-রঘুনাথপুর সড়ক এবং মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর-মহাদেবপুর ও মথুরাপুর-দর্গাতলা সড়কগুলো পাকাকরণের কাজ উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিল

\হফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কালিরহাটে প্রতিষ্ঠিত রাশেদ খান মেনন মহাবিদ্যালয়ে মিলাদ মাহফিল, দোয়া ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে মিলাদ ও দোয়া পরিচালনা করেন কালিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব আলী আহম্মদ মুন্সী।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মচারী, গর্ভনিং বডির সদস্যসহ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ফুলবাড়ী উপজেলার সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক একরামুল হকসহ এলাকার শত শত গণ্যমান্য ব্যক্তিরা।

জার্সি উন্মোচন

\হজগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশন লীগ ২০-২১ আসন্ন আসরের জন্য জার্সি উন্মোচন করেছে হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাব। শুক্রবার রাত ৮টায় জগন্নাথপুর পৌরসভার হবিবপুর (শাহপুর) এলাকার আবুল বশরের বাড়িতে জার্সি উন্মোচন করা হয়।

জার্সি স্পন্সর করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রীর ছেলে ও তার আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও জগন্নাথপুর পৌরসভার প্রয়াত মেয়র আলহাজ আব্দুল মনাফের ছেলে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ শোয়েব এবং হবিবপুর আশিঘর এলাকার বিশিষ্ট সমাজসেবক মহিনুর রহমান রেজা। বন্ধন ক্রিকেট ক্লাব আয়োজনে জার্সি উন্মোচন অনুষ্ঠানে ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাহের আরিফ সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু শাকিল ও যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিমের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী ক্লাবের ডোনার সাজাত উলস্নাহ মিফতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে