বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সুন্দরবনের বনজ সম্পদ রক্ষায় পুলিশের অভিযান

কয়রা (খুলনা) প্রতিনিধি
  ২৯ নভেম্বর ২০২০, ০০:০০

সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও দসু্য দমনে সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে খুলনা জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সুন্দরবনকেন্দ্রিক অপরাধকে ঘিরে বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ডক্টর বেনজির আহমেদের নির্দেশনায় খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউলস্নাহর (বিপিএম) নেতৃত্বে কয়রা উপজেলার কাটকাটা এলাকায় ২৬ নভেম্বর সকাল থেকে এ অভিযান শুরু করা হয়।

অভিযানে খুলনা জেলা (দক্ষিণ) অতিরিক্ত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডি-সার্কেল) হুমায়ুন করিব, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এতেশামুল হক, খুলনা জেলা ডিবির ওসি শেখ কনি মিয়া, কয়রা থানা অফিসার ইনচার্জ মো. রবিউল হোসেনসহ পুলিশের ৫০ সদস্য অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে