শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন বাস্তবায়ন করেন ডেপুটি স্পিকার

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
  ২৯ নভেম্বর ২০২০, ০০:০০

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বপ্নই দেখেন না, বাস্তবায়নও করেন।

শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধার সাঘাটায় গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রহ্মপুত্র ও যমুনা নদী ভাঙন রোধ প্রকল্প গত ১৭ নভেম্বর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে একনেকে পাস করানো হয়। সাঘাটা, ফুলছড়ি এলাকার জন্য প্রায় ৮শ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এরই সূত্র ধরে শুক্রবার জুমারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতি সাবেক অতিরিক্ত সচিব আইয়ুব হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যন জাহাঙ্গীর কবির, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, মাদ্রাসা কমিটির সভাপতি নাহিদুজ্জামান নিশাদ, সাবেক উপজেলা ভাইস চেয়াররম্যন আব্দুল হাদী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নাজমুল হুদা দুদু, হলদিয়া ইউপি চেয়ারম্যান ইয়াবুব আলী প্রধান, জুমারবাড়ী ইউপি চেয়ারম্যন রোস্তম আলী আকন্দ, জুমারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহফুজার রহমান মুফু, বাংলাদেশ রেল শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক সাখয়াত হোসেন, নদী ভাঙন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

ওই দিন গবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে