বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

দক্ষিণাঞ্চলেও হবে পারমাণবিক বিদু্যৎ কেন্দ্র :নৌ প্রতিমন্ত্রী

পাবনা প্রতিনিধি
  ২৯ নভেম্বর ২০২০, ০০:০০
দক্ষিণাঞ্চলেও হবে পারমাণবিক বিদু্যৎ কেন্দ্র :নৌ প্রতিমন্ত্রী

পাবনার রূপপুর পারমাণবিক বিদু্যৎ প্রকল্প পরিদর্শনে এসে নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, রূপপুরের প্রকল্প সম্পন্ন হলেই দেশের দক্ষিণাঞ্চলে এ ধরনের আরও একটি প্রকল্পের উদ্যোগ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে রূপপুর পারমাণবিক বিদু্যৎ প্রকল্প বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। পরিদর্শনকালে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন, আমাদের গর্বের এবং অহংকারের জায়গা রূপপুর পারমাণবিক বিদু্যৎ। এটি বাংলাদেশকে বিশ্বের দরবারে উচ্চতর স্থানে নিয়ে যাবে। প্রতিমন্ত্রী আরও বলেন, এমন একটি প্রকল্প পরিদর্শনে এসে আমি সত্যিই আনন্দিত। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর রেখে যাওয়া সোনার বাংলা বাস্তবে রূপ দিতে কাজ করছে বর্তমান সরকার। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে