বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৪ নভেম্বর ২০২০, ০০:০০

দোকানে আগুন

ম লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়িরবাজার হক মার্কেটে আগুনে ১১টি দোকান পুড়ে গেছে। সোমবার সকালে লাগা আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত দোকান মালিক আজিজুল ইসলাম জানান, মার্কেট বন্ধ থাকায় কেউ ছিল না। মার্কেটের সব দোকান পুড়ে গেছে। লালমনিরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল ইসলাম জানান, বৈদু্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

ব্যবসায়ী আটক

ম ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে গরু পাচার করতে গিয়ে জহুরুল ইসলাম (৪৫) নামে একজনকে আটক করেছে বিএসএফ। বিজিবি সূত্র জানায়, রোববার রাতে একদল গরু ব্যবসায়ী উপজেলার দক্ষিণ বাঁশজানী সীমান্ত দিয়ে ভারতে যান। রাত দুইটার দিকে ভারত থেকে গরু আনার সময় কুচবিহার জেলার দিনহাটা থানার দিঘলটারী বিএসএফ টহল দল তাদের ধাওয়া করে। এ সময় গরু ব্যবসায়ী জহুরুল ইসলামকে (৪৫) আটক করে তারা। কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানান, বাংলাদেশের ভেতর থেকে কাউকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেনি। গরু আনতে গিয়ে জহুরুল ইসলাম ভারতের ভেতরে গেলে বিএসএফ তাকে আটক করেছে।

মৃতু্যবার্ষিকী পালিত

ম চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

উপমহাদেশের প্রখ্যাত গণসংগীত শিল্পী, কবি ও গীতিকার হেমাঙ্গ বিশ্বাসের ৩৩তম মৃতু্যবার্ষিকী রোববার পালন করা হয়েছে। চুনারুঘাট পদক্ষেপ গণপাঠাগারে সহ-সভাপতি হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে ও আশিকুর রহমান সামীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বারিন্দ্র চন্দ্র রায়, পদক্ষেপ গণপাঠাগারের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জুয়েল, সাবেক সভাপতি মাজহারুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আব্দুলস্নাহ আল মামুন, আলামীন চকদার রিপন, জাহিদুল হক তালুকদার রিপন, সিরাজুর রহমান সেলিম, কাউসার খসরু, নুরু উদ্দিন প্রমুখ।

প্রতিনিধি প্রশিক্ষণ

ম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের (সিবিএইচসি) আয়োজনে ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স হলরুমে ছয় দিনব্যাপী কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণ কার্যক্রম সোমবার শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল বাসার মো. সায়েদুজ্জামানের সভাপতিত্বে নাফানগর ও ইশানিয়া ইউনিয়নের জনপ্রতিনিধিদের অংশগ্রহণে প্রথম ধাপের প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভেকেট মো. জুলফিকার হোসেন। প্রশিক্ষণের মাস্টার ট্রেইনার সিবিএইচসি ঢাকার শাহ নাজিম উদ দৌলা। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আরএমও ডা. আসাদুজ্জামান, এমও ডা. জীবিতেশ কুমার পাল, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রশিক্ষক হিসেবে ছিলেন।

অবহিতকরণ সভা

ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স মিলনায়তনে সোমবার বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুনের সভাপতিত্বে ও মাহফুজুল রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ডা. মৌসুমী করিম মৌরি, ডা. ইকরামুল হক, ডা. সোহরাব হোসেন ও প্রেসক্লাব সম্পাদক মো. ফখরুল আলম খসরু। বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহের অঙ্গীকার, এন্টিবায়োটিক ও অন্যান্য জীবাণুরোধী ওষুধের সতর্ক ব্যবহার প্রতিপাদ্যকে সামনে রেখে অতিরিক্ত, অপর্যাপ্ত ও অযৌক্তিক এন্টিবায়োটিক ব্যবহারের ফলে এন্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু উদ্ভব হচ্ছে।

প্রশিক্ষণ উদ্বোধন

ম সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার সোনাতলায় কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের আয়োজনে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় দুই দিনব্যাপী স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে জাইকার সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে হাসপাতালের সভাকক্ষে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন, সহকারী কমিশনার (ভূমি) কাবেরী জালাল, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. এহিয়া কামাল, ডা. সজল পারভেজ. ডা. সজিবুল হাসান প্রমুখ।

কমিটির সভা

ম খুলনা অফিস

খুলনায় সোমবার জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা ম. জাভেদ ইকবাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাফিজুর রহমান, ডা. সাদিয়া মনোয়ারা উষা প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

উপকরণ বিতরণ

ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার তিতাসে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন দপ্তরের আওতাধীন সরকারের চলমান উন্নয়ন প্রকল্পের উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা সোমবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. রাশেদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিলস্নার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার ও সহকারী কমিশনার (ভূমি) মোসা. রুবাইয়া খানম। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুবিধাভোগী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রযুক্তি মেলা

ম দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধান এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলায় ইউএনও শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সর্দার আবু সালেক, কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামান, মজিবর রহমান মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভা

ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে সোমবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। ইউএনও মুন মুন জাহান লিজার সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, হামিদুল ইসলাম হামদি, মজিবুর রহমান প্রমুখ।

ভবন উদ্বোধন

ম বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বানারীপাড়ায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে গাভা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা, উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, থানার ওসি মো. হেলাল উদ্দিন, শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ টি এম মোস্তফা সরদার, প্রেসক্লাবের সহসভাপতি কে এম শফিকুল আলম জুয়েল প্রমুখ।

মতবিনিময় সভা

ম পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনলাইন ক্লাসসংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ এস এম আতাউল হক খান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম নাসিম আখতার। এ সময় পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ বি এম ওয়াহেদুজ্জান ডাবলু, আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, জর্জ সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. রাশেদা খাতুন, উদয়পুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম, পাংশা পাইলট উচ্চবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন, মাগুড়াডাঙ্গী কাজী আব্দুল মাজেদ একাডেমির প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন, কলিমহর জহুরুন্নেচ্ছা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালা

ম স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

ভুট্টা ক্ষেতে ক্ষতিকর ফল আর্মিওয়ার্ম থেকে চাষিদের নিরাপত্তা দিতে চুয়াডাঙ্গার হোটেল শহীদ প্যালেসে চার দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রায় ৫৫ জন নারী কর্মকর্তা দুটি ব্যাচে এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। রোববার এ প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক পার্থ প্রতিম সাহা। চুয়াডাঙ্গা খামারবাড়ির উপ-পরিচালক মো. আলী আহসানের সভাপতিত্বে পতঙ্গবিদ ডা. নুরুল আলম এ প্রশিক্ষণ কার্যক্রমের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জীবন নগর উপজেলার কৃষি অফিসার সরমিন সুলতানা, সিমিট বাংলাদেশের খুলনা অঞ্চলের হাব কো-অর্ডিনেটর ড. খন্দকার শফিকুল ইসলাম প্রমুখ।

প্রযুক্তি সপ্তাহ

ম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলার চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন মো. শহীদুজ্জামান সরকার এমপি। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও গণপতি রায়। অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই-রব্বানী, অ্যাকাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার প্রমুখ।

কর্মশালা অনুষ্ঠিত

ম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে উপজেলা এসডিজি অ্যাকশন পস্নানের আয়োজনে টেকসই উন্নয়ন অভীষ্ট স্থানীয়করণে উপজেলা কর্মপরিকল্পনা প্রণয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ইউএনও সমীর বিশ্বাস। উপজেলা এসডিজি অ্যাকশন পস্ন্যানের ন্যাশনাল কনসালটেন্ট আব্দুল হান্নান শেখ কর্মশালার উদ্দেশ্য ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

সামগ্রী বিতরণ

ম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সহায়তায় জনসাধারণের মধ্যে মাস্ক, সাবান ও ত্রাণসামগ্রী, জনপ্রতিনিধি ও প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও সমীর বিশ্বাস এসব স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রীনা, উপজেলা প্রকৌশলী মো. মকলেছুর রহমান সরদার, ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, নূরে আলম সিদ্দিকী তপন, মো. এরশাদ মিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রহমান, পলস্নী উন্নয়ন কর্মকর্তা সৌরভ ভূষন দেব, এনজিও প্রতিনিধি মো. মুসলেহ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।

ভিত্তিপ্রস্তর স্থাপন

ম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার ধামইরহাট-নওগাঁ আঞ্চলিক সড়কের আমাইতাড়ায় তিনতলা মডেল মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মো. শহীদুজ্জামান সরকার এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, ইউএনও গণপতি রায়, পৌর মেয়র মো. আমিনুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা, নওগাঁর গণপূর্ত উপ-বিভাগীয় প্রকৌশলী আরিফ মাহমুদ, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল বাসিত, ধামইরহাট থানার ওসি মো. আব্দুল মমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, সরকারি এমএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুব আলম ফারুক, পৌর আওয়ামী লীগের সম্পাদক মো. মুক্তাদিরুল হক, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবু জাফর সিদ্দিক, মডেল কেয়ারটেকার রবিউল ইসলাম, ইমাম আবু ইউসুফ, আশরাফুল আলম, আবু সুফিয়ান প্রমুখ।

বিজ্ঞান মেলা

ম ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ফরিদগঞ্জে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা অডিটোরিয়ামে দুটি কলেজ ও ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি। উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আবদুলস্নাহ আল মামুনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মাজেদা বেগম, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটন, উপজেলা বিআরডিবির মাঠ কর্মকর্তা মো. কাউছার মিয়া প্রমুক।

কাজ উদ্বোধন

ম ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি মহাসড়কের টাঙ্গাইল অংশের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। সোমবার ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন প্রমুখ।

কমিটি গঠন

ম সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে সোমবার মাদক ও গরু চুরি প্রতিরোধে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা যুবলীগ সভাপতি একেএম আশরাফুল ইসলাম এ উদ্যোগ গ্রহণ করেন। উপজেলার কাঠের ব্রিজ মোড়ে কামরাবাদ ইউনিয়নের চরহেলেঞ্চাবাড়ী ও শুয়াকৈর দক্ষিণপাড়া অঞ্চলের যুবকদের নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা যুবলীগ সভাপতি একেএম আশরাফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন আবু বকর সিদ্দিক, মানিক মিয়া, রাকিবুল ইসলাম রুবি, হুমায়ুন কবির প্রমুখ।

ত্রি-বার্ষিক সম্মেলন

ম আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার অনুষ্ঠিত হয়েছে। আদমদীঘি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান। সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কুদরত-ই-এলাহি কাজল। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু, জেলা আওয়ামী লীগ নেতা আলরাজি জুয়েল, দুপচাঁচিয়া আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান সেলিম, আদমদীঘি আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, সাংগঠনিক সম্পাদক এসএম বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম মন্টু, জার্জিস আলম রতন, নিসরুল হামিদ ফুতু প্রমুখ।

ক্যামেরা স্থাপন

ম স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

মৌলভীবাজার জেলার সব থানা ও বিভিন্ন স্থাপনায় আইপি ক্যামেরা সংযোজন করা হয়েছে। রোববার রাতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের অনুষ্ঠানে অনলাইনে যোগ দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

তিনি বলেন, ক্যামেরা স্থাপনের মধ্যদিয়ে মৌলভীবাজার জেলা পুলিশ আরও স্বচ্ছতা ও গতিশীলতা নিয়ে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু নাসের মোহাম্মদ রিকাবদার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) বদিউজ্জামান।

আহত ১০

ম ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে ১০ জন যাত্রী আহত হয়েছে। সোমবার দুপুরের দিকে ধুনট-গোসাইবাড়ী সড়কের বড়বিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, জাহানারা খাতুন (৩৫), ফরিদুল ইসলাম (৫২), চন্দনা (২৫), চায়না (৪৫), মায়া (৬০), আব্দুস সামাদ (৭০), রেজা (৬০), আফাজ উদ্দিন (৫৫), বিশ্বনাথ (৫২) ও লিমা (২৫)। আহতদের মধ্যে ছয়জনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে এবং চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধুনট থানার এসআই রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে দিকে ধুনট উপজেলা থেকে একটি যাত্রীবাহী বাস গোসাইবাড়ীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে বড়বিলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গিয়ে খাদে পড়ে। এতে গুরুতর আহত অবস্থায় ১০ যাত্রীর মধ্যে ছয়জনকে ধুনট এবং চারজনকে বগুড়ায় রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া বলেও জানান তিনি।

সম্মেলন

ম কোনাবাড়ি (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশন কালিয়াকৈর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়।

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশন কালিয়াকৈর উপজেলা শাখার আহ্বায়ক নূর মোহাম্মদ মামুনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার। আলোচক ছিলেন এমইএইচ আরিফ কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর এমই আরিফ, সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠাতা মো. হাবিবুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে