শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচনে শুরু হয়েছে জনসংযোগ

ম হবিগঞ্জ প্রতিনিধি
  ২৪ নভেম্বর ২০২০, ০০:০০

আসন্ন পৌরসভা নির্বাচনের প্রথম ধাপে হবিগঞ্জ জেলার ৬টি পৌরসভার মধ্যে শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১১ ডিসেম্বর। এর পরে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। ইতোমধ্যে তৃণমূলে শুরু হয়ে গেছে নির্বাচনী লড়াই। শুরু হয়েছে প্রচার প্রচারণা ও জনসংযোগ।

জানা গেছে, ১৯৯৮ সালে শায়েস্তাগঞ্জ পৌরসভার যাত্রা শুরু। এলাকায় একটি উপনির্বাচন ও ৪টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে প্রথম নির্বাচনে আওয়ামী লীগ নেতা আব্দুর রেজ্জাক রাজা মিয়া, দ্বিতীয় নির্বাচনে জাপা নেতা আলহাজ জাহির আহমেদ ময়না মিয়া, উপ ও তৃতীয় পৌর নির্বাচনে বিএনপি নেতা এমএফ আহমেদ অলি, চতুর্থ নির্বাচনে আওয়ামী লীগ নেতা মো. ছালেক মিয়া মেয়র নির্বাচিত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে