বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সচেতন হয়ে সবাইকে জীবন-জীবিকা রক্ষা করতে হবে কিশোরগঞ্জের এসপি

ম কিশোরগঞ্জ প্রতিনিধি
  ২৪ নভেম্বর ২০২০, ০০:০০

কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বলেছেন, সচেতন হয়ে সবাইকে জীবন-জীবিকা রক্ষা করতে হবে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবাইকেই সতর্ক থাকতে হবে। গণপরিবহণে প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে।

সোমবার দুপুরে গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনালে কিশোরগঞ্জে শীত মৌসুমে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম।

এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাসুদ আনোয়ার, কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান রুমি, জেলা মোটর যান শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়সার আহম্মেদ কাইয়ুম প্রমুখ। সচেতন ক্যাম্পেইনটি পরিচালনা করেন কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক। পরে শীত মৌসুমে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে