শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নারী নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশ

দেশজুড়ে ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় সমাবেশ ওর্ যালি অনুষ্ঠিত হয়
স্বদেশ ডেস্ক
  ১৮ অক্টোবর ২০২০, ০০:০০
বিট পুলিশিং সমাবেশে মৌলভীবাজারে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ -যাযাদি

'নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি'- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সারাদেশে বিটভিত্তিক সমাবেশ ওর্ যালি করেছে বাংলাদেশ পুলিশ। শনিবার সকাল ১০টায় পুলিশের মহাপরিদর্শক ড. মো. বেনজির আহম্মেদ তার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সমাবেশের উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় দেশজুড়ে ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় এ সমাবেশ এবংর্ যালি অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :

মৌলভীবাজার : সদর উপজেলার একাটুনা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার ফারুক আহমেদ। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হকের সভাপতিত্বে ও ওসি তদন্ত পরিমল চন্দ্র দের পরিচালনায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ জিয়াউর রহমান, একাটুনা ইউনিয়ন চেয়ারম্যান আবু সুফিয়ান, উত্তরমুলাইম মাদ্রাসা সুপার মাও. শামছুল ইসলাম, সমাজসেবক সিরাজুল ইসলাম প্রমুখ।

টাঙ্গাইল : সদর থানা ও ১৭নং বিট যৌথভাবে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র জামিলুর রহমান মিরন, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি আনিছুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ খান রোকন, মিনু আনাহলি প্রমুখ।

ময়মনসিংহ : নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। রেঞ্জ ডিআইজি ব্যরিস্টার হারুন অর রশিদ, জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান প্রমুখ।

পটুয়াখালী : সমাবেশে পুলিশ সুপার মইনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা এমপি কাজী কানিজ সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম সারোয়ার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার মোর্শেদ প্রমুখ।

দৌলতপুর (মানিকগঞ্জ) : উপজেলা সদরের চকমিরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দৌলতপুর থানার ওসি রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চকমিরপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, এসআই জাহাঙ্গীর আলম, কলেজছাত্রী মরিয়ম আক্তার, আম্বিয়া আক্তার, গৃহবধূ আরিফা সিদ্দিকা প্রমুখ।

লালমনিরহাট : শহরের মুক্তিযুদ্ধ মঞ্চে পুলিশ সুপার আবিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নারী নেত্রী ফেরদৌসী বেগম বিউটি, অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামান প্রমুখ।

পাবনা : পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা প্রশাসক কবীর মাহমুদ, সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, সদর ইউএনও জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

শেরপুর : শহরের থানামোড়ে বঙ্গবন্ধু স্কয়ারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু প্রমুখ।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) : পটুয়াখালীর মির্জাগঞ্জে অনুষ্ঠিত সমাবেশে থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি গাজী আতহার উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল প্রমুখ।

মুজিবনগর (মেহেরপুর) : বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন মুজিবনগর থানার ওসি হাশেম আলী। এসআই মোমিনুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের সদস্য সোহরাব হোসেন, দিলীপ মলিস্নক প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে অনুষ্ঠিত সমাবেশে মেয়র তৌহিদুর রহমান মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল আরিফুল ইসলাম সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান প্রমুখ।

শিবপুর (নরসিংদী) : উপজেলার দুলালপুর ইউনিয়নে সমাবেশে বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার ওসি মোলস্না আজিজুর রহমান। দুলালপুর ইউপি চেয়ারম্যান মেরাজুল হক মেরাজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সামসুল আলম ভূঞা রাখিল, মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন প্রমুখ।

আটপাড়া (নেত্রকোনা) : আটপাড়া উপজেলায় উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একেএম মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ আলী হোসেন, ওসি তদন্ত খোকন কুমার সাহা প্রমুখ।

বাসাইল (টাঙ্গাইল) : বাসাইল পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার আব্দুল মতিন। বাসাইল মেয়র আব্দুর রহিম আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাসাইল থানার ওসি হারুনুর রশিদ, কাউন্সিলর সাজ্জাদ হোসেন আলাল, বাবুল আহম্মেদ প্রমুখ।

টেকনাফ (কক্সবাজার) : টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি প্রমুখ।

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) : উপজেলার পাঁচগাও ইউনিয়নের সিদ্ধেশরী বাজারে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন পাঁচগাও ইউপি চেয়ারম্যান মিলেনুর রহমান মিলন, এসআই নেয়ামত, এএসআই তৈয়ব আলী, পাঁচগাও ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি জয়নাল আবেদীন মিন্টু খান প্রমুখ।

ঘিওর (মানিকগঞ্জ) : ঘিওর থানার ওসি আশরাফুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন থানার তদন্ত কর্মকর্তা মোহাব্বত হোসেন, এসআই বোরহান উদ্দিন মোলস্না, সাংবাদিক রামপ্রসাদ সরকার দীপু প্রমুখ।

রাজাপুর (ঝালকাঠি) : সমাবেশে উপস্থিত ছিলেন রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তারেক শাহিন মৃধা, স্ব স্ব ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি সদস্য প্রমুখ।

রামগঞ্জ (লক্ষ্ণীপুর) : রামগঞ্জ উপজেলার ভাদুর ভাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আমির হোসেন খাঁন, নূর মোহাম্মদ খাঁন প্রমুখ।

সাঘাটা (গাইবান্ধা) : সমাবেশে বক্তব্য রাখেন সাঘাটা থানার অফিসার ইনচার্জ বেলাল হোসেন, তদন্ত ওসি মশিউর রহমান, ঘুড়িদহ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, এসআই নয়ন কুমার সাহা, মামুনুর রশিদ মামুন প্রমুখ।

সাভার : তেঁতুলঝোড়া স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গণে সমাবেশে উপস্থিত ছিলেন সাভার তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ, সাভার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ জাহেদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শাহ-আলম, যুবলীগ নেতা মনির হোসেন, ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম প্রমুখ।

বোচাগঞ্জ (দিনাজপুর) : সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বোচাগঞ্জ থানার ওসি নবী হাসান খান। এ সময় প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সেতাবগঞ্জ পৌরসভার ১, ২, ৩ সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা ফেরদৌস পুতুল, আওয়ামী লীগ নেত্রী হাসিনা বেগম, বোচাগঞ্জ থানার এসআই মাহাবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাজিতপুর (কিশোরগঞ্জ) : কটিয়াদী পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর সোহরাব উদ্দিন সোহরাবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তাহিয়াত আহম্মেদ চৌধুরী, কাউন্সিলর রুহুল আমিন শাকিল, রণবীর সিং, আফাজউদ্দিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিরিন আক্তার।

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) : উপজেলা পরিষদ হলরুমে আজমিরীগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন তরফদারের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজবাহ উদ্দিন ভুইয়া প্রমুখ।

মুক্তাগাছা (ময়মনসিংহ) : মুক্তাগাছা থানা প্রাঙ্গণে বিট পুলিশিং সভায় সভাপতিত্ব করেন থানার ওসি বিপস্নব কুমার বিশ্বাস। বক্তব্য রাখেন- শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ ইদ্রিস আলী, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আজিজুল হক ইদু, বিলস্নাল হোসেন সরকার, পৌর মেয়র রিয়াজ উদ্দিন সিরাজ প্রমুখ।

তাহিরপুর (সুনামগঞ্জ) : তাহিরপুরে অনুষ্ঠিত সভায় সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (সুনামগঞ্জ) বাবুল আক্তার, অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।

দাগনভূঞা (ফেনী) : দাগনভূঞা একাডেমির হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর মহি উদ্দিন জুয়েল। এসআই মনোয়ার হোসেনের সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক আলমগীর ননী, প্রধান শিক্ষক মিজানুর রহমান, জাতীয় পার্টির নেতা কামরুল ইসলাম ক্লাইভ প্রমুখ।

আনোয়ারা (চট্টগ্রাম) : চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরুর সভাপতিত্বে ও আনোয়ারা থানার উপসহকারী পুলিশ পরিদর্শক এমরান হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন থানার ওসি (তদন্ত) দিদারুল ইসলাম। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবদুলস্নাহ আল হারুন, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, স্কুল শিক্ষক খালেদ নেওয়াজ প্রমুখ।

বদলগাছী (নওগাঁ) : উপজেলা চৌরাস্তার মোড়ে থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল, কোলা ইউপি চেয়ারম্যান সাহিনুর ইসলাম স্বপন, আধাইপুর ইউপি চেয়ারম্যন জাকির হোসেন, উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মুনিরুজ্জামান।

বকশীগঞ্জ (জামালপুর) : বকশীগঞ্জ পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে থানার ওসি শফিকুল ইসলাস সম্রাটের সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউএনও মুন মুন জাহান লিজা। অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। বক্তব্য রাখেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, মুক্তিযোদ্ধা আফসার আলী প্রমুখ।

বড়াইগ্রাম (নাটোর) : উপজেলা পরিষদ চত্বরে অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউএনও জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম, আব্দুর রহিম, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রমুখ।

হালুয়াঘাট (ময়মনসিংহ) : পৌরশহরের জয়িতা মহিলা মার্কেট চত্বরে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার খলিলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবীরুলস ইসলাম বেগ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ প্রমুখ।

ভৈরব (কিশোরগঞ্জ) : শহরের আগানগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভৈরব থানার ওসি মো. শাহিন। বক্তব্য রাখেন আগানগর ইউপি চেয়ারম্যান মোমতাজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, হুমায়ূন কবির ও আকবর আলী প্রমুখ।

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) : উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চত্বরে থানার ওসি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, ইউএনও মশিউর রহমান, ভাইস চেয়ারম্যান গরিবুলস্নাহ দবির, শাহানাজ খাতুন, ইউনিয়ন চেয়ারম্যান ইয়াজদানী জর্জ, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ডা. আশরাফুল হক চুনু প্রমুখ।

ইসলামপুর (জামালপুর) : ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামালপুর ও শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা। ইসলামপুর সার্কেল সহকারী পুলিশ সুপার সুমন মিয়ার সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান এস.এম জামাল আব্দুন নাসের বাবুল, ইউএনও এস.এম মাজহারুল ইসলাম, পৌর মেয়র আব্দুল কাদের শেক প্রমুখ।

জীবননগর (চুয়াডাঙ্গা) : জীবননগর পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের বিট অফিসার এসআই বাবুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জীবননর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ। বক্তব্য রাখেন কাউন্সিলর আপিল মাহমুদ, সাইদুর রহমান ও আতিয়ার রহমান প্রমুখ।

চাটখিল (নোয়াখালী) : চাটখিল থানার এসআই কৃষ্ণ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চাটখিল-সোনাইমুড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুল আলম খান। বক্তব্য রাখেন চাটখিল প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান বাবর, চাটখিল মহিলা কলেজের শিক্ষক ইসমাইল হোসেন প্রমুখ।

মোলস্নাহাট (বাগেরহাট) : উপজেলা ভাইস চেয়ারম্যানের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। উপস্থিত ছিলেন এএসপি (ফকিরহাট-মোলস্নাহাট) সার্কেল-ছয়রুদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, আ'লীগ নেতা এমডি আল আমিন শিকদার, অধ্যক্ষ এল জাকির হোসেন প্রমুখ।

দিরাই (সুনামগঞ্জ) : শহরের কলেজ রোডের বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে দিরাই থানার ওসি আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও এসআই রুপক কর্মকারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন দিরাই সরকারি কলেজ বাংলা বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আসাদ উলস্নাহ, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, কাউন্সিলর ইদন মিয়া প্রমুখ।

ডোমার (নীলফামারী) : ডোমার পৌরসভার ৫নং ওয়ার্ডের নতুন বাসস্ট্যান্ডে পৌর প্যানেল মেয়র-২ অহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান। উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) বিশ্বদেব রায়, সাংবাদিক জুলফিকার আলী ভূট্টো প্রমুখ।

ডুমুরিয়া (খুলনা) : উপজেলার গুটুদিয়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান। ইউপি চেয়ারম্যান আবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবুল কালাম আজাদ, থানার ওসি আমিনুল ইসলাম বিপস্নব, শিক্ষক শংকর মন্ডল প্রমুখ।

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : ফুলবাড়িয়া থানা কম্পাউন্ডে ওসি আজিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার স্বাগতা ভট্টাচার্য্য মৌ, ইউএনও আশরাফুল ছিদ্দিক, পৌর মেয়র গোলাম কিবরিয়া, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অ্যাড. ইমদাদুল হক সেলিম প্রমুখ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : স্থানীয় বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে বিশিষ্ট শিল্পপতি নাজির হোসেন প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম প্রধান, আতিকুর রহমান আতিক, অধ্যক্ষ মুনসুরুর রহমান, প্রধান শিক্ষক দীপক কুমার দেবনাথ প্রমুখ

গুরুদাসপুর (নাটোর) : গুরুদাসপুর থানার ওসি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন গুরুদাসপুর-সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিল আকতার, ইউএনও তমাল হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোলস্না, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপস্নব, গুরুদাসপুর প্রেসক্লাবের সভাপতি দিল মোহাম্মাদ প্রমুখ।

হরিরামপুর (মানিকগঞ্জ) : হারুকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে হারুকান্দি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হরিরামপুর থানার ওসি মুঈদ চৌধুরী। এ সময় জেলা পরিষদ সদস্য শামীমা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলজার হোসেন বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

তিতাস (কুমিলস্না) : উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম, ওসি (তদন্ত) শহীদুল ইসলাম, সেকেন্ড অফিসার মধুসদন সরকার, ইউপি চেয়ারম্যান মহসীন ভূঁইয়া, সামছুল হক সরকার প্রমুখ।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) : জগন্নাথপুর থানা পুলিশ আয়োজিত সমাবেশে জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ (জগন্নাথপুর সার্কেল) এএসপি মাহমুদুল হাসান চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ উপপরিদর্শক ফিরোজ আলী, অধ্যক্ষ আখলাকুর রহমান ঠাকুর, আওয়ামী লীগ নেতা হাজি সুন্দর আলী, ডা. ছদরুল ইসমাল প্রমুখ।

পলাশবাড়ী (গাইবান্ধা) : পৌরসভার ২নং জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন থানার ওসি মাসুদুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদু্যৎ, পৌর প্রশাসক আবু বকর প্রধান প্রমুখ।

কলমাকান্দা (নেত্রকোনা) : কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মাজহারুল করিম। বক্তব্য রাখেন ইউএনও সোহেল রানা, এসিল্যঅন্ড রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।

লালমোহন (ভোলা) : লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<115615 and publish = 1 order by id desc limit 3' at line 1