শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

কম্পিউটার উপহার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জসহ ৫টি সাংবাদিক সংগঠনকে কম্পিউটার উপহার দিলেন জেলা প্রশাসক। বৃহস্পতিবার ডিসির কক্ষে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের হাতে কম্পিউটার তুলে দেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। জেলা প্রশাসনের সব উন্নয়নমূলক কার্যক্রমসহ জেলার নানা সমস্যা ও বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় সংবাদমাধ্যমে তুলে ধরায় এ কম্পিউটার উপহার দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওসমান গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইলিয়াসুর রহমান. জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম, সদর ইউএনও সাদিকুর রহমান খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আল রাফি প্রমুখ উপস্থিত ছিলেন।

চাল উদ্ধার

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে হতদরিদ্রদের খাদ্যসহায়তা হিসেবে (খাদ্যবান্ধব) ১০ টাকা কেজি দরের ৮৭০ কেজি (২৯ বস্তা চাল) চাল উদ্ধার করেছে প্রশাসন। বুধবার রাতে উপজেলার বীরতারা ইউনিয়নের কদমতলী বাজারে আব্দুল রহিমের (৫১) বাড়ি থেকে ওই চাল উদ্ধার করা হয়। আব্দুর রহিম ওই গ্রামের মৃত আরফান আলীর ছেলে। বীরতার ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি জানান, রহিম বিকালে সরকারি চালগুলো মজুত করার সময় স্থানীদের চোখে পড়ে। বিকালে স্থানীয়রা প্রশাসনে খবর দিলে এসিল্যান্ড সাইদা খানম ও ওসি (তদন্ত) সৈকত হাসান অভিযান চালিয়ে চাল উদ্ধার করেন।

\হ

প্রশিক্ষণ সমাপ্ত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জেন্ডার রেসপন্সিভ দুর্যোগ ঝুঁকি হ্রাস ও রেজিলিয়েন্স বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পরিষদ হলরুমে বিডিপিসির আয়োজনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদুজ্জামান সাঈদ, খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা সারিদ বিন সাদিক প্রমুখ।

বিদায় সংবর্ধনা

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাইমচর উপজেলার হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান মোখলেছুর রহমান মুকুলকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ মানোয়ার হোসেন মোলস্নার সভাপতিত্বে ও ইংরেজি বিভাগীয় প্রধান প্রভাষক মরিয়ম শাহরিয়ারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী। বিশেষ অতিথি ছিলেন ইউএনও ফেরদৌসী বেগম, হাইমচর থানার ওসি জহিরুল ইসলাম খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন প্রমুখ।

দাবিনামা প্রদান

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপেস্নক্সে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে লোকমোর্চা দাবিনামা দিয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে ৫ দফাসংবলিত দাবিনামা দেওয়া হয়। ওই স্বাস্থ্য কমপেস্নক্সে পর্যাপ্ত চিকিৎসক, চিকিৎসা সরঞ্জাম থাকা সত্ত্বেও অ্যানেসথেশিয়া ডাক্তার না থাকায় দীর্ঘদিন ধরে অপারেশন বন্ধ রয়েছে। এছাড়া নতুন ভবন নির্মাণ করা হলেও তা ব্যবহার না করায় বেড সংকটের কারণে রোগীদের মেঝেতে চিকিৎসা নিতে হয়। তাই দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবার মান নিশ্চিতে দাবিনামা দেয়। উপস্থিত ছিলেন উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, সদস্য রেনুকা আক্তার প্রমুখ।

বীজ বিতরণ

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

বন্যায় ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনা কর্মসূচির আওতায় নরসিংদীর পলাশ উপজেলার ৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে শাকসবজি বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণকেন্দ্রে বৃহস্পতিবার বীজ বিতরণ করা হয়। ইউএনও রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন এ বীজ বিতরণ করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউলস্নাহ সরকার, সেলিনা আক্তার ও কৃষিবিদ আবু নাদির সিদ্দিকী প্রমুখ।

কুইজ প্রতিযোগিতা

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে উপজেলাপর্যায়ে বিজ্ঞানবিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনলাইন প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের ৬টি বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় উদ্বোধক ও সভাপতি ছিলেন ইউএনও নিলুফা আক্তার। উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে এসিল্যান্ড মনজুর আহসান, সাংবাদিক তাসলিম কবির বাবু প্রমুখ অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিল

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে মাধাইনগর ইউপি চেয়ারম্যান আবু হাসান মির্জার মৃতু্যতে তার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ হলরুমে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান সেরাত আলীর সভাপতিত্বে ও ইউপি সদস্য সোহেল রানা সাত্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সচিব বাসুদেব ঘোষ, আ'লীগ নেতা জহির উদ্দিন, ইউপি সভাপতি মুনসুর উদ্দিন, ইউপি সদস্য আজহার উদ্দিন, যুবলীগ নেতা মো. আলাউদ্দিন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরপলাশ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের হলরুমে অবিভাবক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ এলাকাবাসী সমাবেশ করে। সমাবেশে সাবেক সহকারী শিক্ষক শহিদুলস্নাহর সভাপতিত্বে সৈয়দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন হরশি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম শিকদার, সাবেক মেম্বার সিরাজ উদ্দিন, সমাজসেবক সাইফুল ইসলাম স্বাপন, সমাজসেবক মনিরুল ইসল শামিম প্রমুখ।

পোনা অবমুক্ত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার মৎস্য অফিসের আয়োজনে উপজেলার রামদিয়া সরকারি খালে মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক সৈয়দ মো. আলমগীর, সিনিয়র সহকারী পরিচালক কৃষ্ণেন্দু সাহা, ইউএনও রথীন্দ্রনাথ রায়, এসিল্যান্ড আতিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের সদস্য শরীফ সোহরাফ হোসেন প্রমুখ।

অবহিতকরণ সভা

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার আটপাড়ায় বুধবার সকালে উপজেলা হলরুমে মহামারি কোভিড-১৯ প্রতিরোধ সংক্রান্ত প্রকল্পবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া সুলতানা, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, বানিয়াজান সদর ইউপি চেয়ারম্যান ফেরদৌস রানা আনজু, ডিএসকে প্রকল্প ব্যবস্থাপক তোফাজ্জল হোসাইন, পরিবীক্ষণ কর্মকর্তা আব্দুল সেলিম, প্রশিক্ষণ কর্মকর্তা জেসমিন আক্তার, হিসাব কর্মকর্তা বিজন সরকার প্রমুখ।

পরিকল্পনা সভা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের হলরুমে জাতীয় ভিটামিন 'এ' পস্নাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৌমেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুর রহমান, ডা. বিপুল কুমার বালো, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, ঘিওর থানার এসআই শহীদুর ইসলাম শহীদ প্রমুখ।

ওরিয়েন্টেশন সভা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

জাতীয় ভিটামিন 'এ' পস্নাস ক্যাম্পেইন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৌর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্যানেল মেয়র-১ দেওয়ান মাসুদুর রহমান খান সুজনের সভাপতিত্বে ও লাইসেন্স পরিদর্শক আতাউর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন প্যানেল মেয়র-২ এস এম আলী আহাম্মদ, পৌর কাউন্সিলর নুরুল ইসলাম, জেসমিন আক্তার, দিলুয়ারা আক্তার, প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন, স্যানিটারি ইন্সপেক্টর শফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক নাজমা বেগম প্রমুখ।

গোলটেবিল বৈঠক

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয় নিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টারের (ভার্ক) উদ্যোগে এ আয়োজন করা হয়। ভার্কের প্রকল্প সমন্বয়কারী মোহসীন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, পলস্নী উন্নয়ন কর্মকর্তা রিপন খন্দকার, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান ও রাঙ্গাবালী সিপিপি টিম লিডার শফিকুল আজম মুকুল প্রমুখ। উপস্থিত ছিলেন অধ্যক্ষ নুর-এ আলম বিপস্নব, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম সোহেল প্রমুখ।

পোনা অবমুক্ত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া, উলপুর, দুর্গাপুরসহ ৬টি ইউনিয়নে ১১২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সদর উপজেলা মৎস্য অফিস বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন ৬টির বিলে ও খালে এসব মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার বিশ্বাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ ও সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা শাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

তালবীজ রোপণ

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বজ্রপাত নিরোধে তাল বীজ রোপণ করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা, অনাবৃষ্টি, বজ্রপাত নিয়ন্ত্রণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে এ তাল বীজ রোপণ করা হয়। বৃহস্পতিবার উপজেলার ফলসি ইউনিয়নের শড়াতলা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ডি টেন বি খালের দু'ধারে সাড়ে তিন হাজার তাল বীজ রোপণ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও ইউএনও সৈয়দা নাফিস সুলতানা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনলাইন প্রশিক্ষণ

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে জন্ম ও মৃতু্য নিবন্ধনবিষয়ক অনলাইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় ইউএনও অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অভিজিৎ কুমার মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈকত হোসেন সাগর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মহাসিন আলী, ইউআরসি নাজমুল হুদা, সহকারী শিক্ষা কর্মকর্তা ইসলামুল হক মিঠু প্রমুখ।

দোকান ভস্মীভূত

তিতাস (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার তিতাসে বুধবার রাতে আসমানিয়া বাজারে রসের হাঁড়ি সুইট অ্যান্ড কনফেকশনারি অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানের মালামালসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষতিসাধন হয়। দোকান মালিক সালমান ও বিলস্নাল সরকার জানান, রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত সাড়ে ৯টায় ফোন আসে, দোকানে আগুন লেগেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানের মালামালসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষতিসাধন হয়। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।

রাস্তা সংস্কার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ জেলার ঐতিহ্য বলাকৈড় পদ্মবিলে পর্যটকদের যাওয়ার একমাত্র রাস্তাটি সংস্কার কাজ শুরু করেছে এলজিইডি। জেলার বিভিন্ন এলাকা ও বাইরে থেকে আসা পর্যটকদের বলাকৈড় পদ্মবিলে যাতায়াতের বলাকৈড় বাজার থেকে বিল পর্যন্ত যাওয়ার একমাত্র রাস্তাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হতো দর্শনার্থীদের। বিষয়টি নিয়ে স্থানীয়রা মৌখিকভাবে জেলা প্রশাসনকে জানালে শুক্রবার জেলা প্রশাসক শাহিদা সুলতানা সরেজমিন পরিদর্শন ও দ্রম্নত সংস্কারের জন্য এলজিইডি গোপালগঞ্জকে নির্দেশ দেন। এরপরই এলজিইডি প্রাথমিকভাবে এইচবিবি সড়কটি সংস্কার করছে।

মানববন্ধন অনুষ্ঠিত

লালপুর (নাটোর) প্রতিনিধি

সারাদেশে  মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের হত্যা এবং নির্যাতন বন্ধের দাবিতে নাটোরের লালপুরে মানববন্ধন করেছে 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান' ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। বৃহস্পতিবার শহরের ত্রিমোহিনী চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা বয়েতুলস্নাহ, বজলুর রহমান, আব্দুর রহিম, আজাদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের উপদেষ্টা গোলাম কাউছার, সভাপতি মনিরুজ্জামান মাসুম, সহ-সভাপতি উসমান গনি পিপুল ও সুজন প্রমুখ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<113163 and publish = 1 order by id desc limit 3' at line 1