শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তাহিরপুরে তলিয়েছে আমন ও রবিশস্যের জমি

বাবরুল হাসান বাবলু সুনামগঞ্জ (তাহিরপুর)
  ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

পাহাড়ি ঢলের পানিতে তাহিরপুরে রোপা আমন, জমি ও রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। চলতি বছরে তিন দফা বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে আবারও পাহাড়ি ঢলের পানিতে রোপা আমন জমি ও রবিশস্য পানিতে তলিয়ে যাওয়ায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাহিরপুরের চাষিরা। ঢলের পানি কমলে কীভাবে সার, বীজ, কীটনাশক কিনবেন এ চিন্তাও পিছু ছাড়ছে না তাদের।

চলতি বছর উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে প্রায় ৬ হাজার ৩৫০ হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদ হয়েছে। রবিশস্য চাষাবাদ করা হয়েছে ১ হাজার হেক্টরের মতো জমিতে।

তিন দিন ধরে সারা দেশে মেঘ বলয় সক্রিয় থাকায় সেইসাথে মেঘালয়ে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতে যাদুকাটা নদী দিয়ে পাহাড়ি ঢল নেমে উপজেলার ৪ ইউনিয়নের বিভিন্ন ছোটখাটো হাওড়ে রোপণকৃত রোপা আমন জমির ফসল পানিতে নিমজ্জিত হয়। আবাদকৃত রবিশস্য খেতগুলোও পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। চলমান বৃষ্টি ও পাহাড়ি ঢলে রোপণকৃত জমির অধিকাংশ ডুবে গেছে বলে জানান উপজেলার বাদাঘাট, বালিজুরী, শ্রীপুর উত্তর, বড়দল উত্তর এলাকার একাধিক কৃষক গ্রামের কৃষক। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হাসান জানান, অবিরাম বৃষ্টিতে ঢলের পানি বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যে ইউনিয়নের নাগরপুর, সোনাপুর, সোহালা এলাকাসহ আরও কয়েকটি এলাকায় সদ্য রোপণকৃত জমির ফসল পানিতে নিমজ্জিত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<113159 and publish = 1 order by id desc limit 3' at line 1