নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে মেয়র নজরুল ইসলাম খান

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান বলেছেন, নতুন প্রজন্মকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়ে তুলতে হবে। তবেই দেশটা হবে সোনার বাংলা। নেত্রকোনা পৌরসভার উদ্যোগে রোববার তৃতীয় নগর পরিকল্পনা ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) ইউজিপিপিআই প্রকল্পের আওতায় ১৬ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে মইনপুর থেকে কেডিসি ঘাট পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জাতির পিতার ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের সর্বস্তরের জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তার সেই অমর ভাষণ আজ বিশ্বস্বীকৃত। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে তারই সুযোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করছেন। সংরক্ষিত নারী কাউন্সিলর শামীম আরা আ ক ম শিল্পীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন প্যানেল মেয়র-১ মো. আমির বাশার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পৌর সচিব মোহাম্মদ ফারুক ওয়াহিদ, প্রকৌশলী কাজী নুরননবী, মো. রফিকুল ইসলাম হাওলাদার মিলন, রাসেল আহমেদ প্রমুখ।