শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিভিন্ন স্থানে অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক
  ২১ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ছয় জেলায় অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ময়মনসিংহের গৌরীপুরে ১২, কুষ্টিয়ায় এক, পাবনার ভাঙ্গুড়ায় এক, দিনাজপুরের ফুলবাড়ীতে এক, পটুয়াখালীর মির্জাগঞ্জে এক ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

গৌরীপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে দ্রম্নত বিচার মামলার ৩ জন ও জুয়া খেলার আসর থেকে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাদের গ্রেপ্তার করা হয়।

দ্রম্নত বিচার মামলার গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইমাম হাসান নাহিদ (২৩), মো. সাইমুন আহম্মদ অন্তর (২১), মো. মঞ্জুরুল হক (২৩)। অপরদিকে সিধলা ইউনিয়নে জুয়ার আসরে অভিযান চালিয়ে মো. রতন মিয়া (২৮), মো. রুহুল আমিন (৩০), মো. সোহাগ মিয়া (৩০), জাহাঙ্গীল আলম (২৮), মো. সবুজ মিয়া (২৮), মো. আব্দুল হামিদ (৩৮), মো. মাসুদ মিয়া (৩৪), মো. রঙ মিয়া (৩০) ও মো. মজিবুর রহমানকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।

কুষ্টিয়া : কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুর রহিমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে শহরের এনএস রোড এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। আমিনুরের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ভয়ভীতি দেখিয়ে জায়গা দখলের অভিযোগ আছে।

ভাঙ্গুড়া (পাবনা) : পাবনার ভাঙ্গুড়ায় ১শ' পিস ইয়াবাসহ সাবেক ইউপি সদস্যসহ দুইজনকে আটক করা হয়েছে। শনিবার বিকালের দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের জয়রামপুর গ্রামের মুনসুর আলীর ইউক্যালিপটাস বাগান থেকে ইয়াবা বিক্রির সময় তাদের দুজনকে ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতরা হলেন জহুরুল ইসলাম (৩৫) ও আব্দুর রহমান (৪৮)।

ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে এলুয়াড়ী সীমান্তে এক কেজি গাঁজাসহ মতিউর রহমান (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি'র টহলদল। শনিবার রাত ৮টায় এলুয়াড়ী তেলিপাড়া নামক স্থানে টহল দেয়ার সময় এ গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে এলুয়াড়ী বিওপির হাবিলদার তাপস কুমার ঘোষ বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি চোরাচালান ও মাদক বিরোধী আইনে মামলা দায়ের করেন।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চৈতা গ্রাম থেকে ১৫৩ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৫ হাজার ২শ' টাকাসহ এক মাদক ব্যবসায়ী নাসির হাওলাদারকে শনিবার রাতে আটক করেছের্ যাব-৮ এর সদস্যরা। আটক মাদক ব্যবসায়ীকে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করেছের্ যাব। তাকে মির্জাগঞ্জ উপজেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাতির নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে মামলা করতে গিয়ে দু'পক্ষের ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে রফিকুল ইসলাম (৫৫), আল-আমিন মিয়াকে (৪৫) জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর জানান, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আমরা ডাকাতির কোনো আলামত পাইনি। প্রতিপক্ষকে ফাঁসাতে তারা ডাকাতির নাটক সাজায়। এ ঘটনায় উভয়পক্ষের দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<112735 and publish = 1 order by id desc limit 3' at line 1