শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

প্রবীণ রাজনীতিবিদ মো. আফজাল করোনায় আক্রান্ত

রংপুর প্রতিনিধি
  ১৫ আগস্ট ২০২০, ০০:০০
প্রবীণ রাজনীতিবিদ মো. আফজাল করোনায় আক্রান্ত

বাম ধারার প্রবীণ রাজনীতিবিদ ও ভাষাসৈনিক মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে গুড হেলথ নামে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ একেএম নরুন্নবী লাইজু জানান, গুড হেলথে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আফজালের শ্বাসকষ্ট, জ্বর, রুচিমন্দা ও পাতলা পায়খানা দেখা দিলে ১৩ আগস্ট সকালে তার করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়। ল্যাবে করোনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসে। ১৩ আগস্ট রাতে গুড হেলথ থেকে তাকে রংপুর ডেডিকেটেড করোনা হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি এখন রংপুর ডেডিকেটেড করোনা হাসপাতালের ১২২ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে