শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০৫ আগস্ট ২০২০, ০০:০০

শিক্ষকের মৃতু্য

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে জাবের হোসেন (৬০) নামে এক স্কুল শিক্ষক করোনা উপসর্গ (জ্বর ও শ্বাসকষ্ট) নিয়ে মৃতু্যবরণ করেছেন। রোববার সন্ধ্যা ৭টায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তারপুর গ্রামে তার নিজবাড়িতে মৃতু্যবরণ করেন। করোনা উপসর্গ নিয়ে মৃতু্যবরণকারী স্কুল শিক্ষক জাবের হোসেন মুক্তারপুর গ্রামের বাসিন্দা ও মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি গত ৬ মাস আগে অবসর গ্রহণ করেছেন।

পুনর্মিলনী অনুষ্ঠিত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান আফজালের সঞ্চালনায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আলমগীর হোসেন জনি, সহ-সাধারণ সম্পাদক শাহরিয়া হৃদয়, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান।

মাস্ক বিতরণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে সোমবার সংবাদকর্মীদের করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য হ্যান্ডস্যানিটাইজার ও মাস্ক প্রদান করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা. মো. মোস্তাফিজুর রহমান আকাশ। গৌরীপুর প্রেসক্লাব কার্যালয়ে করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষার উপকরণ গ্রহণ করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার। গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উপকরণ গ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ। গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উপকরণ গ্রহণ করেন সংগঠনের সভাপতি রায়হান উদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটন।

দোকান উদ্বোধন

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিশরপাশা বাজারে রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার নামে মিষ্টির দোকানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস প্রধান অতিথি থেকে এ দোকানের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলমাকান্দা প্রেসক্লাবের সম্পাদক মো. ফখরুল আলম খসরু, আওয়ামী লীগ নেতা ডা. ধীরেশ চক্রবর্তী ও যুবলীগ নেতা মান্নান সিকদার প্রমুখ।

সামগ্রী প্রদান

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এক পুলিশ সদস্যের বিদায় অনুষ্ঠানে স্থানীয় সংবাদকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন ওসি। রোববার রাতে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইজার উদ্দীনের সভাপতিত্বে অফিসার্স কক্ষে বিদায় সংবর্ধনা ও সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। এসআই রাশেদুজ্জামানের সঞ্চালনায় স্মৃতি রোমন্থন করে পরামর্শমূলক বক্তব্য রাখেন ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা, এস.আই মোস্তাফিজুর রহমান, এ.এস.আই আব্দুল মালেক, কনস্টেবল আব্দুল বাতেন প্রমুখ। বিদায় অনুষ্ঠানে এ সময় আবেগ আপস্নুত হয়ে বিদায়ী এ.এস.আই ফেরদৌস আলমও বক্তব্য রাখেন।

মশারি বিতরণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

মশাবাহিত রোগ থেকে রক্ষায় বৃহস্পতিবার গুড নেইবারস্‌ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির অফিস কার্যালয় হতে ৩শ সুবিধাভোগী শিশু পরিবারের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। গুড নেইবারস্‌ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির প্রকল্প ম্যানেজার রতন বালার সভাপতিত্বে এবং স্বাস্থ্য কর্মকর্তা ফারহানা রিফাতের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. আবুল বাসার মো. সায়েদুজ্জামান।

দোয়া মাহফিল

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুর আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার দলদলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহ্যবাহী কাজির মসজিদে দোয়া মাহফিল পরিচালনা করেন মাও. মো. আতাউলস্ন্যাহ। এ সময় উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, দলদলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুলস্নাহ সরদার, সহ-সভাপতি ডা. গোলাম মোহাম্মদ হক্কানী, যুগ্ম সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বর্মন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<107700 and publish = 1 order by id desc limit 3' at line 1