মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

অনিদ্রা: কারণ, লক্ষণ ও প্রতিকারে করণীয়

অনিদ্রা কাটাতে সামাজিক এবং ব্যক্তিগত সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলা, তাদের সমর্থন পাওয়া এবং মানসিক বোঝাপড়া উন্নত করা অনিদ্রা কমাতে সাহায্য করতে পারে।
ডা. আবু হেনা মোস্তফা কামাল (চিকিৎসক, কবি, ছড়াকার ও কলামিস্ট)
  ২৮ আগস্ট ২০২৪, ০০:০০
অনিদ্রা: কারণ, লক্ষণ ও প্রতিকারে করণীয়

অনিদ্রা এমন একটি ঘুম সংক্রান্ত সমস্যা, যেখানে এক ব্যক্তি পর্যাপ্ত সময় ঘুমানোর সুযোগ থাকা সত্ত্বেও সঠিকভাবে ঘুমাতে পারেন না। এটি ঘুমিয়ে পড়তে দেরি হওয়া, ঘুমের মাঝে বারবার জেগে ওঠা অথবা সকালে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যাওয়া ইত্যাদি সমস্যার অন্তর্ভুক্ত হতে পারে। অনিদ্রা সাধারণ সমস্যা মনে হলেও, এটি কোনো ব্যক্তির দৈনন্দিন জীবনে উলেস্নখযোগ্য প্রভাব ফেলতে পারে, যেমন মানসিক ও শারীরিক স্বাস্থ্য হ্রাস, কর্মক্ষমতা কমে যাওয়া এবং মানসিক চাপ বৃদ্ধি পাওয়া। অনিদ্রার কারণগুলো বেশ জটিল এবং বিভিন্ন ঘটনার দ্বারা প্রভাবিত হতে পারে, যেমন শারীরিক, মানসিক, জীবনযাত্রার ধরন এবং পারিপার্শ্বিক পরিবেশ।

অনিদ্রার অন্যতম প্রধান কারণ হলো মানসিক চাপ ও আবেগগত সমস্যা। মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোর কারণে ঘুমের সমস্যা হওয়া অতি সাধারণ। দৈনন্দিন জীবনের স্ট্রেস, যেমন কাজের চাপ, আর্থিক সমস্যার চিন্তা বা ব্যক্তিগত সম্পর্কের সংকট ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। ডিপ্রেশন বা অবসাদগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ঘুমের সমস্যা হওয়া খুবই সাধারণ। এই সমস্যা ঘুমাতে না পারা, ঘুম ভেঙে যাওয়া বা খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার লক্ষণ আকারে প্রকাশ পেতে পারে। এনজাইটি বা উদ্বেগ এবং প্যানিক অ্যাটাকের কারণে শরীরে অতিরিক্ত অ্যাড্রেনালিন নিঃসৃত হয়- যা ঘুমের প্রক্রিয়াকে ব্যাহত করে। যে সমস্ত ব্যক্তিরা ট্রমাটিক ঘটনা (যেমন দুর্ঘটনা যুদ্ধ বা নিপীড়ন) অভিজ্ঞতা করেছেন, তারা ঘুমের সমস্যায় ভুগতে পারেন। অনেকে শারীরিক অসুস্থতা বা অবস্থা অনিদ্রার কারণ হতে পারে। যে কোনো শারীরিক ব্যথা, যেমন আর্থ্রাইটিস, মাথাব্যথা বা পিঠের ব্যথা ঘুমের মধ্যে বারবার জেগে ওঠার কারণ হতে পারে। অ্যাজমা, স্স্নিপ অ্যাপনিয়া এবং কাশিজনিত রোগগুলো ঘুমের সময় শ্বাসকষ্টের কারণে অনিদ্রার কারণ হতে পারে। হৃদরোগ বা উচ্চ রক্তচাপের মতো কার্ডিওভাসকুলার রোগে আক্রান্ত ব্যক্তিরা ঘুমের সময় সমস্যা অনুভব করতে পারেন। মেনোপজ, থাইরয়েডের অসামঞ্জস্যতা এবং প্রেগন্যান্সির কারণে হরমোনের পরিবর্তন অনিদ্রার কারণ হতে পারে। অ্যাসিড রিফ্লাক্স বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের মতো পরিপাকতন্ত্রের সমস্যাগুলো ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। জীবনযাত্রার বিভিন্ন অভ্যাস এবং আচরণ অনিদ্রার কারণ হতে পারে। অনিয়মিত ঘুম অর্থাৎ বিভিন্ন সময়ে ঘুমাতে যাওয়া এবং ওঠা ঘুমের রুটিনকে ব্যাহত করতে পারে। যাদের কাজের সময়সারণি অনিয়মিত, যেমন শিফট ওয়ার্কার, তাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। ক্যাফেইন, অ্যালকোহল এবং নিকোটিনের অতিরিক্ত ব্যবহার ঘুমের প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। রাতে ভারী খাবার গ্রহণের ফলে হজমজনিত সমস্যা হতে পারে- যা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। শারীরিক পরিশ্রমের অভাবও অনিদ্রার কারণ হতে পারে। যারা দিনে খুব কম শারীরিক কাজ করেন, তাদের মধ্যে ঘুমের সমস্যা দেখা দিতে পারে। ঘুমের আগে ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল ফোন, টেলিভিশন ইত্যাদি ব্যবহারের কারণে মস্তিষ্কে অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি হয়- যা ঘুম আসতে দেরি করে। পারিপার্শ্বিক পরিবেশ ঘুমের মান এবং পরিমাণে প্রভাব ফেলে। ঘরে অতিরিক্ত আলো, শব্দ বা তাপমাত্রা অনিয়ন্ত্রিত হলে ঘুমাতে অসুবিধা হতে পারে। বাইরের শব্দ, যেমন গাড়ির শব্দ, ট্রাফিক, বা পাশের ঘরের আওয়াজ ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। যদি ঘুমের স্থানে নিরাপত্তাহীনতা, ভয় বা শঙ্কা থাকে, তবে ঘুম আসা অনেক কঠিন হয়ে পড়ে। কিছু ওষুধ এবং মাদক সরাসরি ঘুমের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে, যেমন উচ্চ রক্তচাপের ওষুধ, এন্টিডিপ্রেসেন্টস, স্টেরয়েড এবং স্নায়ুরোগের ওষুধ। মাদকদ্রব্যের অতিরিক্ত ব্যবহার, যেমন কোকেন বা অন্যান্য স্টিমুল্যান্টের কারণে ঘুমের সমস্যা হতে পারে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘুমের ধরন পরিবর্তিত হতে পারে। বয়স্ক ব্যক্তিদের মধ্যে ঘুমের সমস্যা বেশি দেখা যায়, কারণ তাদের মেলাটোনিন (ঘুমের হরমোন) উৎপাদন কমে যায়। এছাড়াও, দীর্ঘ ভ্রমণের পরে টাইম জোনের পরিবর্তনের কারণে শরীরের ঘুমের চক্র ব্যাহত হতে পারে। তাছাড়া ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঘুমের সমস্যা দেখা দিতে পারে।

অনিদ্রার লক্ষণগুলো অত্যন্ত বৈচিত্র্যময় এবং ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। অনিদ্রার সাধারণ লক্ষণগুলো উলেস্নখ করা হলো:

ঘুমিয়ে পড়তে সমস্যা

সাধারণত কোনো ব্যক্তি ১০-২০ মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়েন, কিন্তু অনিদ্রার কারণে এটি ৩০ মিনিট থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত সময় নিতে পারে। ঘুমানোর আগে বিভিন্ন চিন্তা মাথায় আসা, উদ্বেগ বা স্ট্রেসের কারণে মন শান্ত না থাকা।

ভাঙা ভাঙা ঘুম

ঘুমের মাঝে একাধিকবার ঘুম ভেঙে যাওয়া এবং পুনরায় ঘুমাতে অসুবিধা হওয়া। ঘুম ভাঙার পর দীর্ঘ সময় ধরে জেগে থাকা এবং পরে ঘুমাতে না পারা।

সকাল সকাল জেগে ওঠা

নির্ধারিত সময়ের অনেক আগে জেগে উঠা এবং পরে ঘুমাতে না পারা। ঘুমের সময় কমে যাওয়া এবং ফলস্বরূপ ক্লান্তি অনুভব করা।

ক্লান্তি এবং অবসাদ

যথেষ্ট ঘুম না হওয়ার কারণে সারাদিন শারীরিকভাবে ক্লান্ত এবং দুর্বল অনুভব করা। দৈনন্দিন কাজের জন্য পর্যাপ্ত এনার্জি না থাকা এবং সব সময় ক্লান্তি অনুভব করা।

মেজাজ পরিবর্তন

ছোটখাটো বিষয়েও বিরক্তি বা খিটখিটে মেজাজে থাকা। অন্যদের প্রতি ধৈর্যহীনতা এবং সহজেই রেগে যাওয়া। দীর্ঘমেয়াদি অনিদ্রার কারণে অবসাদ এবং উদ্বেগ বৃদ্ধি পেতে পারে।

মনোযোগের অভাব স্মৃতিশক্তি দুর্বল হওয়া

কাজের প্রতি মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়া, সহজেই মনোযোগ হারানো। নতুন তথ্য মনে রাখতে এবং পুরনো তথ্য মনে করতে অসুবিধা হওয়া। সিদ্ধান্ত নেওয়ার সময় ঝুঁকি বেশি নেওয়া বা ভুল সিদ্ধান্ত নেওয়া।

কর্মক্ষমতা হ্রাস

কাজে ভুল করা, সময়মতো কাজ শেষ করতে না পারা এবং প্রোডাক্টিভিটি কমে যাওয়া। দৈনন্দিন কাজগুলোর প্রতি আগ্রহের অভাব এবং অলসতা দেখা দেওয়া।

শারীরিক লক্ষণ

সারাদিন মাথাব্যথা অনুভব করা, বিশেষ করে মাথার সামনের অংশে। ঘুমের অভাবে শরীরের বিভিন্ন অংশে পেশির ব্যথা বা টান অনুভব করা। অস্বস্তি বা পেটের সমস্যা, যেমন অ্যাসিডিটি, বদহজম বা কোষ্ঠকাঠিন্য। স্ট্রেস এবং উদ্বেগের কারণে হৃদস্পন্দন বেড়ে যাওয়া এবং বুক ধড়ফড় করা।

সামাজিক এবং পারিবারিক সম্পর্কগত লক্ষণ

অনিদ্রার কারণে সামাজিক এবং ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সমস্যা দেখা দিতে পারে, যেমন বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া। দীর্ঘমেয়াদি ক্লান্তি এবং মেজাজ পরিবর্তনের কারণে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের আগ্রহ কমে যাওয়া। ঘুমের অভাবের কারণে আত্মবিশ্বাস কমে যেতে পারে এবং নিজেকে অপ্রস্তুত বা অসফল মনে হতে পারে।

আচরণগত লক্ষণ

দিনের বেলা অতিরিক্ত ঘুমানোর চেষ্টা করা, কিন্তু পর্যাপ্ত ঘুম না হওয়া। দিনের ক্লান্তি কাটানোর জন্য অতিরিক্ত ক্যাফেইন বা নিকোটিন গ্রহণ করা- যা রাতে ঘুমাতে আরো সমস্যা তৈরি করতে পারে।

এই লক্ষণগুলোর মধ্যে এক বা একাধিক লক্ষণ দেখা দিলে তা অনিদ্রার ইঙ্গিত দিতে পারে। যদি এই লক্ষণগুলো দীর্ঘমেয়াদি এবং গুরুতর হয়ে ওঠে, তবে তা মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সুতরাং, প্রতিকার ব্যবস্থাপনা জানাটাও জরুরি। অনিদ্রার প্রতিকারের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, যার মধ্যে জীবনযাত্রার পরিবর্তন, প্রাকৃতিক পদ্ধতি, চিকিৎসা এবং থেরাপি অন্তর্ভুক্ত। অনিদ্রার প্রতিকারের পদ্ধতিগুলো ব্যক্তির জীবনযাত্রা এবং অনিদ্রার তীব্রতার ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে। অনিদ্রার প্রতিকারে করণীয় সম্পর্কে তুলে ধরা হলো:

জীবনযাত্রার পরিবর্তন

জীবনযাত্রার কিছু পরিবর্তন অনিদ্রা কমাতে এবং ঘুমের মান বাড়াতে সাহায্য করতে পারে। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া এবং জেগে ওঠা ঘুমের চক্র নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এমনকি ছুটির দিনেও এই রুটিন মেনে চলা উচিত। ঘুমানোর আগে কিছু নির্দিষ্ট কাজ, যেমন বইপড়া, কুসুম গরম পানিতে গোসল করা যেতে পারে- যা শরীরকে ঘুমের জন্য প্রস্তুত করে। সন্ধ্যা বা রাতের দিকে ক্যাফেইনযুক্ত পানীয়, নিকোটিন, অ্যালকোহল পরিহার করা উচিত। এগুলো ঘুমের প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। রাতের খাবার হালকা এবং সহজপাচ্য হওয়া উচিত। ভারী খাবার খেলে তা হজমে সমস্যা তৈরি করতে পারে- যা ঘুমে ব্যাঘাত ঘটায়। প্রতিদিন নিয়মিত শারীরিক পরিশ্রম, যেমন হাঁটা, যোগব্যায়াম, বা হালকা ব্যায়াম করা উচিত। তবে শারীরিক পরিশ্রম ঘুমানোর আগে না করে দিন বা সন্ধ্যার দিকে করা ভালো। মেডিটেশন বা শ্বাসের ব্যায়াম মানসিক চাপ কমাতে এবং ঘুমের জন্য মন ও শরীরকে প্রস্তুত করতে সাহায্য করতে পারে।

স্বাভাবিক ঘুমের পরিবেশ তৈরি করা

ঘুমানোর জন্য সঠিক পরিবেশ তৈরি করা অনিদ্রা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঘুমের স্থান বা ঘরটি যথেষ্ট অন্ধকার এবং শান্ত থাকা উচিত। প্রয়োজনে ইয়ারপস্নাগ বা স্স্নিপ মাস্ক ব্যবহার করা যেতে পারে। ঘরের তাপমাত্রা স্বাভাবিক এবং আরামদায়ক হওয়া উচিত। অতিরিক্ত গরম বা ঠান্ডা তাপমাত্রা ঘুমকে ব্যাহত করতে পারে। বিছানা এবং বালিশ আরামদায়ক হওয়া উচিত, যা ঘুমের মান উন্নত করতে সাহায্য করে। ঘুমানোর কমপক্ষে এক ঘণ্টা আগে টিভি, মোবাইল ফোন, কম্পিউটার ব্যবহার পরিহার করা উচিত। এসব ডিভাইসের নীল আলো ঘুমের হরমোন মেলাটোনিনের নিঃসরণ কমিয়ে দেয়। ঘুমানোর আগে মনকে শান্ত করতে রিল্যাক্সেশন টেকনিক ব্যবহার করা যেতে পারে, যেমন বই পড়া, নরম সংগীত শোনা, বা হালকা যোগব্যায়াম।

প্রাকৃতিক এবং সাপিস্নমেন্টারি প্রতিকার

কিছু প্রাকৃতিক প্রতিকার এবং সাপিস্নমেন্ট ব্যবহার করেও অনিদ্রা কমানো যেতে পারে। মেলাটোনিন একটি প্রাকৃতিক হরমোন যা ঘুমের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। বিশেষ ক্ষেত্রে মেলাটোনিন সাপিস্নমেন্ট ব্যবহার করে ঘুমের মান বাড়ানো যেতে পারে, তবে এটি ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চ্যামোমাইল চা একটি প্রাকৃতিক ঘুম আনয়ক যা স্নায়ুকে শান্ত করে এবং ঘুমানোর জন্য শরীরকে প্রস্তুত করে। ল্যাভেন্ডার তেলের ঘ্রাণ শ্বাসের সঙ্গে গ্রহণ করলে মানসিক চাপ কমে এবং ঘুমের মান উন্নত হয়।

থেরাপি এবং পরামর্শ

দীর্ঘমেয়াদি এবং গুরুতর অনিদ্রার ক্ষেত্রে থেরাপি এবং পরামর্শ সহায়ক হতে পারে। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি ফর ইনসমনিয়া, একটি বিশেষ ধরনের থেরাপি যা অনিদ্রার মানসিক এবং আচরণগত কারণগুলো শনাক্ত করে এবং সেগুলো সংশোধন করতে সাহায্য করে। এটি অনিদ্রা কমানোর একটি কার্যকর পদ্ধতি। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি ফর ইনসমনিয়া নেগেটিভ চিন্তাধারা এবং আচরণ পরিবর্তন করে ঘুমের মান উন্নত করতে সাহায্য করে। যদি স্বাভাবিক পদ্ধতিতে অনিদ্রা নিয়ন্ত্রণ করা না যায়, তবে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। চিকিৎসক প্রয়োজন অনুযায়ী ওষুধ, থেরাপি, বা অন্যান্য চিকিৎসা পদ্ধতি সুপারিশ করতে পারেন। কিছু ক্ষেত্রে স্বল্প মেয়াদি ঘুমের ওষুধ ব্যবহার করা যেতে পারে, তবে এটি নিয়মিত ব্যবহারে অভ্যস্ত হওয়া উচিত নয়।

সামাজিক, ব্যক্তিগত ও পারিবারিক সমর্থন

অনিদ্রা কাটাতে সামাজিক এবং ব্যক্তিগত সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলা, তাদের সমর্থন পাওয়া এবং মানসিক বোঝাপড়া উন্নত করা অনিদ্রা কমাতে সাহায্য করতে পারে। স্ট্রেস এবং উদ্বেগ কমানোর জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, যেমন গভীর শ্বাস নেওয়া, মেডিটেশন, বা পেশির শিথিলকরণ।

এসব পদক্ষেপগুলো অনিদ্রা প্রতিকারের জন্য কার্যকর হতে পারে। তবে যদি অনিদ্রা দীর্ঘস্থায়ী হয়ে পড়ে এবং জীবনযাত্রায় উলেস্নখযোগ্য প্রভাব ফেলে, তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে