আমরি বাংলা ভাষা
প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
রথিন্দ্রজিৎ হিরু
এই যে ভাষা বাংলা ভাষা
আনতে গিয়ে
তাদের নিয়ে
লড়াই করে ফিরল তারা
জীবন দিয়ে।
ফেব্রম্নয়ারির একুশ তারিখ
মায়ের ভাষা
কৃষক চাষা
ছাত্রসমাজ আমজনতার
স্ব্বপ্ন আশা।
পাক-হানাদার রক্তচোষা
রুখে দিয়ে
যায় এগিয়ে
যুদ্ধ করে জীবন দিয়ে
\হদেয় ফিরিয়ে।
যুদ্ধ করে জীবন দিল
ডাকলো মাকে
মনের বাঁকে
আমরা পেলাম
এই যে ভাষা
যায়নি থামা।
এই ভাষাতে মা'কে ডাকি
বর্ণ শিখি
বর্ণ লিখি
মনের মাঝে বাংলাদেশের
ছবি আঁকি।