একুশ
প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আসাদ সরকার
ফাগুন এলে গন্ধ ছড়ায়
মিষ্টি ফুলের ঘ্রাণে,
ফেব্রম্নয়ারি একুশ এলে
কষ্ট মায়ের প্রাণে।
ফাগুন এলে সবুজ বন যে
ভাসে ফুলের গন্ধে,
একুশ এলে বইয়ের পাতা
কবি গড়ে ছন্দে।
ফুল পাখিদের প্রেম জমে যায়
ফাগুনেরই সনে,
একুশ এলে চেতনাটা
জাগে জাতির মনে।