একুশ এলে
প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আহসানুল হক
একুশ এলে প্রভাতফেরি
হাত বাড়িয়ে ডাকে
মনে পড়ে বর্ণমালা
মায়ের বুলি, মাকে!
একুশ এলে শহীদ মিনার
ভিন্ চেতনায় জাগে
আসে সবাই ফুলেল হাতে
ভাষার অনুরাগে!
একুশ এলে পলাশ-শিমুল
কৃষ্ণচূড়া ফোটে
ধমনিতে কী শিহরণ
রক্ত দ্রম্নত ছোটে!