বই মেলায়
প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সাইদুল ইসলাম সাইদ
খোকা যাবে বই মেলাতে
কান্নাকাটি করে,
কিছু ছড়া-কবিতার বই
কিনে আনবে ঘরে।
বাবা বলে আলমারিতে
শত বইয়ের মেলা
সারাটাদিন ঘুরেফিরে
কাটে তোমার বেলা।
এসব বইয়ে মন বসে না
বলছি বাবা তোমায়
পড়তে বসলে আমি জাগি
দু-চোখ আমার ঘুমায়।
মাঝে মাঝে ছন্দে পড়ি
কবিতা আর ছড়া
মনটা বাবা ভালো থাকে
হই না ঘুমের মরা।