একুশ
প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সুশান্ত কুমার দে
একুশ মানে মুক্ত হাওয়ায়- উড়ন্ত এক পাখি
একুশ মানে রক্ত দিয়ে বর্ণ আঁকাআঁকি।
একুশ মানে পলাশ রাঙা একটা জবা ফুল
একুশ মানে খুঁজে ফেরা একটা জাতি কুল।
একুশ মানে ভয় শূন্য সূর্য সেনার দল
একুশ মানে এক সাগর অশ্রম্ন ভরা জল।
একুশ মানে পূর্বাকাশে রাঙানো এক রবি
একুশ মানে বাংলা ভাষার উদ্দীপ্ত এক ছবি।
একুশ মানে সবুজ বনের একটা বড় ঝড়
একুশ মানে স্বপ্ন দ্যাখা, একটা সুখের ঘর!