রক্তেভেজা বর্ণমালা

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

সুব্রত চৌধুরী
বাংলা ভাষার বর্ণমালা ভেজা ভাইয়ের রক্তে বর্ণগুলো কাঁপন ধরায় শোষক শ্রেণির তখতে। মায়ের ভাষার দাবি মুখে সবাই নামে পথে বর্ণমালার স্বর্ণচ্ছটায় ছোটে জয়ের রথে। বর্ণমালার ছন্দমালায় চোখে নামে ঘুম খুকুর পায়ে নুপুর বাজে রুম ঝুমা ঝুম ঝুম। বাংলা ভাষার বর্ণমালা সুধা জোগায় প্রাণে কৃষ্ণচূড়ার রক্তলালে পলাশ ফুলের ঘ্রাণে। বর্ণমালার সৌরভ ছড়ায় শাল মহুয়ার বনে কলির সঙ্গে অলি মাতে সুখের আলাপনে। বর্ণমালার বর্ণগুলো তাড়ায় নিকষ কালো প্রভাত ফেরির নগ্ন পায়ে দেখায় আশার আলো। শোকের ভারে নুইয়ে পড়ে কৃষ্ণচূড়ার ডাল বর্ণমালার স্বর্ণগাঁথা থাকবে চিরকাল। বিশ্বজুড়ে বাংলা ভাষায় স্বপ্ন সুখে মাতি রবি, দুখু হয় যে সবার চলার পথে সাথী।