বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ছবিগুলো

সজীব আহমেদ
  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ছবিগুলো

ফুল ফুটছে- ফুটুক

নদী ছুটছে- ছুটুক।

খোকাখুকু ভোর সকালে

ঘুমের থেকে উঠুক।

মাঠ ডাকছে- ডাকুক

মাঠের ছবি আঁকুক।

ছবি এঁকে খোকাখুকু

অবাক চেয়ে থাকুক।

মেলছে ফড়িং পাখনা

কোথাও উড়ে যাক না।

ছবিগুলো প্রাণের ভেতর

অনন্তকাল থাক না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে