বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

বাংলা ভাষা

মো. দিদারুল ইসলাম
  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বাংলা ভাষা

বাংলা ভাষা, মায়ের ভাষা

রক্তে কেনা ভাই,

বাংলা ভাষায় জাদু আছে

তুলনা যার নাই।

বাংলা ভাষা, মধুর ভাষা

জুড়ায় সবার প্রাণ,

বাংলা ভাষায় গানের সুরে

কৃষান কাটে ধান।

বাংলা ভাষা, শিশুর ভাষা

আনন্দে থইথই,

বাংলা ভাষায় সকাল-বিকাল

পড়ে ছড়ার বই।

বাংলা ভাষা, রণের ভাষা

ছিল নাকো ভয়,

বাংলা ভাষায় স্স্নোগান দিয়ে

বীর বাঙালির জয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে