বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

বইমেলা

নকুল শর্ম্মা
  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বইমেলা

বইমেলাতে কে কে যাবি

কিনতে মজার বই,

খোকা খুকু আয় রে সবাই

গেলি তোরা কই?

বইমেলাতে স্টল বসেছে

হাজার বইয়ের মেলা,

ঘুরে ঘুরে কিনবরে বই

কেটে যাবে বেলা।

ছড়া কিংবা কাব্য বইয়ের

রঙিন ছড়াছড়ি,

সবারই বই হাতে নিয়ে

দেখব সরাসরি।

প্রতি বছর ফেব্রম্নয়ারি

সারাটা মাসজুড়ে,

বইয়ের মেলার আনন্দটা

আসে ঘুরে ঘুরে।

অনেক লোকের হয় সমাগম

সুধী লেখক কবি,

মিলনমেলার অপরূপ এক

ফুটে ওঠে ছবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে