প্রথম দিন

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

শেখ সোহেল রেজা
স্কুলেতে যাবে টিনা হাতে নতুন বই পায়ে দেখো সাদা জুতা তোমরা সবাই কই। চুল বেঁধেছে লাল ফিতায় লাল জামা গায় সঙ্গে যাবে ময়না টিয়া দেখবি যদি আয়। আরও আছে বিড়াল ছানা ধরছে নাকি বায়না রাগ করেছে শালিক পাখি তাইতো কথা কয়না।