বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

প্রথম দিন

শেখ সোহেল রেজা
  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
প্রথম দিন

স্কুলেতে যাবে টিনা

হাতে নতুন বই

পায়ে দেখো সাদা জুতা

তোমরা সবাই কই।

চুল বেঁধেছে লাল ফিতায়

লাল জামা গায়

সঙ্গে যাবে ময়না টিয়া

দেখবি যদি আয়।

আরও আছে বিড়াল ছানা

ধরছে নাকি বায়না

রাগ করেছে শালিক পাখি

তাইতো কথা কয়না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে