অবুঝ পাখি যায় দূরেতে খাবারপানি খেতে,
নাই যে জানা থাকে সেথায় শিকারি ওঁৎ পেতে।
পাখির মনে অনেক আশা খাবে শস্য দানা,
ফিরবে শেষে খাবার নিয়ে বাঁচবে এতে ছানা।
অকস্মাতে অবুঝ পাখি শিকার ফাঁদে পড়ে,
শিকারিদের লোভ-নেশাতে ছটফটিয়ে মরে!
মায়ের তরে পাখির ছানা আশায় থাকে নীড়ে,
মা না পেয়েই ছানাও শেষে মরে আস্তে ধীরে!
এমনভাবে বিলুপ্ত আজ দেশে অনেক পাখি,
শুনিনি তাই আগের মতো পাখির ডাকাডাকি।
প্রকৃতি তাই বিরূপ আজি পাখি নিধন তরে,
বাঁচাও পাখি! বাঁচাও ধরা! সুখ পড়িবে ঝরে!