বনভোজন আর হয় না এখন বনে
সেই ভোজনের স্মৃতিই কেবল মনে।
রান্নাবাড়াও হয় না সবাই মিলে
পিকনিক এখন প্যাকেট পোলাও গিলে!
বনভোজনের জন্য কোথায় বন?
গাছ নিধনের চলছে আয়োজন!
দূষণে তাই দরজা লাগাই খিল
বনভোজন আর পিকনিকে নাই মিল।
বনভোজন আর হয় না এখন বনে
সেই আনন্দ এখন নির্বাসনে।