বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

আমার গাঁয়ের

হুমায়ুন আবিদ
  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
আমার গাঁয়ের

আমার গাঁয়ের পাখপাখালির মিষ্টি মধুর সুর

শুনলে পরে হারিয়ে যায় সুখের সমুদ্দুর।

আমার গাঁয়ের পুকুর বিলের শাপলা পদ্ম ফুল

চলার পথে মনের ভিতর জাগায় খুশির দুল।

আমার গাঁয়ের নদী-নালা ছোটে চলে দূর

মাঝি মালস্নার মুখে থাকে ভাটিয়ালি সুর।

আমার গাঁয়ের বন-বনানী সুবুজ পাতার সাজ

শিল্পীর আঁকা ছবি যেন নিপুণতার কাজ।

আমার গাঁয়ের ক্ষেত-খামারে সোনাবরণ ধান

কৃষক ভাইয়ের স্বপ্নে বোনা ভালোবাসার গান।

আমার গাঁয়ের মেঠু পথে সারি সারি গাছ

বাতাস পেয়ে হেলেদুলে করে যেন নাচ।

আমার গাঁয়ের মাঠে-ঘাটের কোমল দূর্বা ঘাস

মাটির চাদর হয়ে থাকে বছরের সব মাস।

আমার গাঁয়ের মানুষের সহজ সরল মন

সুখে-দুখে থাকে তারা হয়ে আপনজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে