বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

নতুন বইয়ের গল্প

নিপা এখন বইমেলা থেকে নিয়ে আসা নতুন নতুন বইগুলোই বেশি নাড়াচাড়া করে। ছড়া, কবিতা, গল্প যেটা ভালো লাগে, সেটা নিজে পড়ে ও বন্ধুদের পড়িয়ে শোনায়। তবে ভূতের বইটা এখনো পড়া হয়নি? সেই সঙ্গেই নিপার মোবাইল ফোনের ভয়াবহ আসক্তি থেকেও কিছুটা রেহাই পেল।
সুশান্ত কুমার দে
  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
নতুন বইয়ের গল্প
নতুন বইয়ের গল্প

নিপা ক'দিন ধরে, দাদুর পেছনে লেগেছে। তাকে একুশে বইমেলায় নিয়ে যেতে হবে।

নতুন নতুন বই পড়তে তার খুব মজা লাগে।

আজ যাই, কাল যাই- করতে করতে প্রায় এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেল।

দাদু এই মুহূর্তে কোনো সায় দিচ্ছে না।

অকারণে তিন-চার দিন স্কুল যাওয়া বন্ধ হয়েছে।

\হদাদু বলল, বইমেলা তো- এক মাস ধরেই চলবে। এখনো সেভাবেই বইমেলা জমে ওঠেনি?

আর কয়েকদিন পরে যাওয়ায় ভালো।

এখন সব বইয়ের স্টলগুলোর প্রত্যেক প্রকাশনী মনোমুগ্ধকর পরিবেশে সাজিয়ে তুলতেই ব্যস্ত।

ফেব্রম্নয়ারি মাসের প্রথম দিন থেকেই নতুন নতুন বই নিয়ে হাজির হয় বিভিন্ন প্রকাশনী।

দাদুর কথাগুলো শুনে, নিপা এবার বলল: হঁ্যা, হঁ্যা, ঠিক আছে দাদু?

তবে, আমাকে কিন্তু অনেক বই কিনে দিতে হবে? ছোটদের ছড়া, কবিতা ও গল্পের বই ছাড়াও একটা ভূতের বই চাই?

হঁ্যা, দেব, দিদি ভাই?

\হতবে, ভূত দেখে ভয় পাবি না তো?

না না দাদু, আমি এখন অনেক বড় হয়েছি।

আমি এখন পঞ্চম শ্রেণির ছাত্রী। এখনো কি আমি ছোট আছি দাদু?

না, না, দিদি ভাই; তুমি এখন অনেক বড় হয়েছ। তুমি এখন যা চাইবে- আমি সেটাই কিনে দেব?

আরও কয়েকদিন চলে গেল।

\হবইমেলা এবার হয়তো বেশ জমে উঠেছে।

নিপা তার দাদুকে সঙ্গে নিয়ে বই মেলাতে হাজির হলো।

নতুন নতুন বইয়ের ঘ্রাণে মন যেন পাগল করে তুলল।

\হবহু লোকের সমাগম, কবি, লেখকরা ও এসেছেন বইমেলায়।

নিপা, তার দাদুর হাতটা শক্ত করে ধরে রাখল।

যাতে মেলার মধ্যে হারিয়ে যেতে না পারে।

দু'জনেই বেশ মজা করে ঘুরে ঘুরে দেখছে।

নিপা যে বইটি দেখে- সেই বইটি যেন পছন্দ হয়ে যায়।

দাদু বলল, অতগুলো বই কখন পড়বি?

তাছাড়াও স্কুলের পড়া তো আছে?

নিপা, বলল, ঠিক আছে দাদু, আগে এগুলো পড়া শেষ করেই- আরেক দিন মেলায় আসব কিন্তু?

নিপা অনেক বই কিনে, দাদুর সঙ্গে বাড়ি ফিরছে।

চোখে মুখে আনন্দের বন্যা বইছে।

বাড়ি ফিরেই প্রতিটি বইয়ের পৃষ্ঠা উল্টে পাল্টে দেখছে।

কি মজার মজার ছড়া, কবিতা, গল্প, কার্টুন।

মা এসে বলল, রাত ১০টা বেজে গেছে, এবার ওঠ, নিপা মা?

হাত মুখ ধুয়ে দুটো খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়?

নিপা, বলল, মা- আরেক টু সময় অপেক্ষা কর?

আর একটা গল্প শেষ করেই আসছি?

নিপা প্রতিদিন মোবাইল ফোনে কার্টুন দেখত, গেম খেলত।

নিপা, এখন বইমেলা থেকে নিয়ে আসা নতুন নতুন বইগুলোই বেশি নাড়াচাড়া করে।

ছড়া, কবিতা, গল্প যেটা ভালো লাগে, সেটা নিজে পড়ে ও বন্ধুদের পড়িয়ে শোনায়।

তবে ভূতের বইটা এখনো পড়া হয়নি?

ওই বইটা দেখলে ভয় করে।

\হওটা আলমারিতে তুলে রাখল, বড় হয়েই পড়বে।

সেই সঙ্গেই নিপার মোবাইল ফোনের ভয়াবহ আসক্তি থেকেও কিছুটা রেহাই পেল।

নিপার হঠাৎ এমনটাই পরিবর্তন দেখে-পরিবারের সবাই বিস্মিত হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে