কৌতূহলী

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

এম এ শিকদার
ছোট্ট খুকি নানারকম প্রশ্ন করে মাকে, কুহু কুহু করে কেন কোকিল ডাকতে থাকে? চাঁদটা কেন জ্বলে নিভে নীল আকাশের বুকে? দিনের পরে রাতের আঁধার আসে ধীরে ঝুঁকে? সিংহ কেন বনে থাকে গরু কেন ঘরে? ইলিশ কেন পুকুরে নাই নদীর বুকে চড়ে? শাপলা কেন জলাশয়ে গোলাপ কেন বাগে? বেলী কেন গন্ধ বিলায় খেতে ইচ্ছে জাগে। এমন করে হরেক রকম প্রশ্ন করে খুকি, জবাব দিতে দেরি হলে হাত টেনে দেয় উঁকি।