মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

পাখি তুমি

শাহীন খান
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
পাখি তুমি

পাখি তুমি শিস দিয়ে গাও

কোন খানে থাকো তুমি, কোথা বলো গাঁও?

এই ডালে যাও উড়ে, ঐ ডালে বসো

দিন নেই ক্ষণ নেই সব তুমি চষো।

নিরিবিলি বাসা বাঁধো নিজ খেয়ালে

বাধা নেই কোনো বাধা, কোনো দেয়ালে।

আকাশের সীমানা, অলিগলি সব

চেনা আছে জানা আছে, করো কলরব।

আহা কতো সুখী তুমি, থাকো তুমি ভালো

দুটি চোখে জ্বলে কতো আশারের আলো।

আমারও সাধ জাগে তোমারই মতো

সারাবেলা গান গাই কী যে শত শত।

উড়ে উড়ে দূরে যাই সীমানাটা ছাড়ি

কখনো বা ভিন দেশে দিই আমি পাড়ি।

পাখি তুমি বন্ধু হবে কী আমার?

সোনা দেব রুপো দেব, জামাটা মামার।

খেতে দেব চিড়েমুড়ি, দুধভাত তাও

পোকা ধরে এনে দেব যেটা তুমি চাও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে