মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সুন্দরবনের রূপ

রাকিবুল ইসলাম রাহান
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সুন্দরবনের রূপ

নদীর ধারে সবুজ বনে,

জীবন খেলে নির্জনে।

গাছের ছায়া, নদীর ঢেউ,

সুন্দরবন, প্রাণের রেউ।

মাছের খোঁজে জেলেরা যায়,

হরিণ খেলে গহীন ছায়ায়।

বাঘের ডাকে থমকে পথ,

বনে বেজে রহস্য সুরত।

গেওয়া, গোলা, কেওড়া গাছ,

বনের মাঝে প্রকৃতির নাচ।

ঝাউয়ের ডালে পাখির গান,

জীবন ভরে সুরের মান।

ঝড় আসুক, ঢেউ উঠুক,

সুন্দরবন ঠেকায় বুক।

বৃষ্টি নামুক, বাতাস বই,

বনের মাঝে শান্তি ছড়ায়।

বাংলার গর্ব, পৃথিবীর ধন,

রক্ষা করি সুন্দরবন।

সবুজ রাখি, প্রাণের আশা,

সুন্দরবন আমাদের ভাষা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে