ঝিকিমিকি ঝিকিমিকি জোনাকির আলো,
দেখে আহা মন ভরে কী যে লাগে ভালো।
ঝিঁঝি ডাকে ঝোপেঝাড়ে আন্ধার নামে,
সন্ধ্যায় পাখিদের কোলাহল থামে।
হাঁসগুলো ঘরে ওঠে করে নাকো পঁ্যাক,
চাঁদ আর জোনাকিরা হয়ে গেছে এক।
খোকা কাঁদে খুকি কাঁদে- কান্নায় রত,
জোনাকির আলো দেখে শখ মেটে কত।
ছোট ছোট ছেলেমেয়ে হেঁটে নেয় পিছু,
জোনাকিরা উড়ে যায় হয় নাকো নিচু।
আকাশেতে চাঁদ মামা হাতছানি দেয়,
খোকাখুকি মামা ডেকে মজা লুটে নেয়।
চাঁদ মামা, চাঁদ মামা- এই এসো কাছে,
সারা রাত কথা হবে মেলা কথা আছে।
চাঁদ মামা, চাঁদ মামা- তোমাকেই আঁকি,
ফাঁকি দাও তুমি শুধু- এত্ত করে ডাকি।