খোকার প্রশ্ন

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

সাবিরা বেগম ডলি
দিনগুলো সব ঝলমলে ক্যান রাতটা কেন কালো? চাঁদটা কেন রাতের বেলায় ছড়ায় এত আলো? নীল চাদরে আকাশটাকে জড়িয়ে নিল কে? ভেলার মতো মেঘগুলোকে ভাসিয়ে দিল যে। পাখির ডানায় কী আছে যে ওড়ে বাঁধন হারা, উড়তে ঘুড়ি পারে না তো লাটাই সুতো ছাড়া। ছোট্ট খোকার মনে জাগে প্রশ্ন এমন শত, কেউ পারে না জবাব দিতে তারই মনের মতো।