মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ভূতের বই

সুশান্ত কুমার দে
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ভূতের বই

বইমেলায় বই ছড়াছড়ি, কোনটা ধরি কোনটা পড়ি

ছোট্ট খুকি উঁকিঝুঁকি-ভূতপেত্নী সবাই মুখোমুখি!

কিনতে রাজি ভূতের বই, শাকচুন্নীদের ওই হইচই

জ্যান্ত ভূতের ছানাগুলো, চক্ষুদ্বয়ে জ্বালায় চুলো।

ছোট্ট খুকীর সাহস ভারি- ভূতের দিকে নজরদারি

দাদু বলল, চল বাড়ি, ভূতগুলো ওই পোড়া হাঁড়ি?

ভূতের দাদারা দেয় বাঁধা, একটা নাও- মূল্য আধা?

আহ্‌ রে ভূতে কথা বলে- দাদুর মাথায় টনক নড়ে!

খুকি বলল, কিনব দাদু- ছোট ভূতটা জানে জাদু

দাদু ভীষণ ভয় পেয়েছে, আরেক দিন কিনবে এসে?

ভূতের বইয়ের প্রচ্ছদ দেখে, দাদু ভয়ে উঠছে কেঁপে

খুকি তবুও কিনতে চায়, ভূতের গল্পে সে মজা পায়।

নাছোড়বান্দা দাদু যে- রাখবে না, ওই ভূত- ঘরে সে?

ভূতেরা এবার উঠল ক্ষেপে, দাদুর ঘাড়ে বসল চেপে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে