মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

বিশ্বের সেরা কিশোর ক্লাসিক গল্প

সাগর আহমেদ
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বিশ্বের সেরা কিশোর ক্লাসিক গল্প
বিশ্বের সেরা কিশোর ক্লাসিক গল্প

কিশোর বয়সে বই পড়ার মজাই আলাদা। এ বয়সে মনের আকাশে উড়ে কল্পনার নানা রঙের ঘুড়ি। মনটাই মনে হয় এক রঙিন প্রজাপতি। এ বয়সের যারা পড়ুয়া ছেলেমেয়েরা আছে তাদের অনেকেই সত্যজিৎ রায়ের ফেলুদা, সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকা বাবু ও সন্তু, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যেমকেশ, সুকুমার রায়ের মজার মজার ছড়া, বিভূতিভূষণের শিশু-কিশোর সাহিত্য প্রভৃতির সঙ্গে পরিচিত। কিন্তু বিশ্বখ্যাত কিশোর ক্লাসিক সাহিত্যের সঙ্গে তাদের পরিচয় ঘটেছে কতটুকু? এই প্রশ্নের উত্তর বেশিরভাগ ক্ষেত্রেই হতাশাজনক। কিশোর ক্লাসিক সাহিত্যের কথা বলতে গেলে যে বইটির কথা বলতে হয়, সেটি হলো ইংরেজ সাহিত্যিক হাওয়ার্ড পাইল রচিত রবিন হুড। শেরউড জঙ্গলের এক মহৎ হৃদয় দসু্যর দুঃসাহসিক অভিযান নিয়ে লেখা এই কিশোর উপন্যাসটি। ফরাসি সাহিত্যিক আলেকজান্ডার ডু্যমার থ্রি মাস্কেটিয়ার বা তিন তলোয়ারবাজ আরেকটি মজাদার কিশোর ক্লাসিক। এখানে ফরাসি রাজকীয় সমাজে প্রচলিত ডুয়েল বা তলোয়ার যুদ্ধ নিয়ে লেখা। কিশোরদের জন্য আরেকটি মজার ক্লাসিক বই হলো ড্যানিয়েল ডিফো রচিত রবিনসন ক্রুসো। একটি জাহাজডুবির ঘটনায় রবিনসন ক্রুসো নামক এক নাবিক এক নির্জন দ্বীপে আটকা পড়ে। সেই দ্বীপে তার আট বছরের শ্বাসরুদ্ধকর জীবন সংগ্রামের কাহিনী আছে এই ক্লাসিক্যাল উপন্যাসটির প্রতিটি অধ্যায়ে। স্কটিশ উপন্যাসিক স্যার ওয়াল্টার স্কটের বিখ্যাত বীরত্ব কাহিনী আইভানহো বিশ্বজুড়ে পঠিত একটি উপন্যাস। উপন্যাসটি ইংরেজ জাতির দুটি প্রধান শাখা নরম্যান ও স্যাকসনদের বিরোধ ও সংঘাতের পটভূমিকায় রচিত। রবার্ট মাইকেল ব্যালান্টাইনের দুটি অভিযান ভিত্তিক উপন্যাস দ্য কোরাল আইল্যান্ড ও দ্য গ্যারিলা হান্টারস ও বিশ্বব্যাপী পাঠক নন্দিত। ফ্রাংক বুমারের দ্য উইজারড অব ওজ বা ওজের জাদুকর বইটি কম বয়সি কিশোরদের জন্য খুবই আনন্দপ্রদ। একইরকম আরেকটি সুপার ডুপার আনন্দের বই হলো এলিস ইন ওয়ান্ডারল্যান্ড বা আজব দেশে এলিস। রবার্ট লুই স্টিভেনসনের ট্রেজার আইল্যান্ড কিশোর আ্যডভেঞ্চারের পথিকৃৎ উপন্যাস। এই বইটি বিশ্বের শিশু-কিশোরদের কাছে খুবই আদৃত হওয়ায় পরে অনেক লেখক এ জাতীয় আরও অনেক বই লিখেছেন। বিশ্বখ্যাত আমেরিকান সাহিত্যিক এডগার রাইস বারোজের লেখা টারজান সিরিজ এবং রুইয়ার্ড ক্রিপলিংয়ের লেখা দ্য জাঙ্গল বুক বিশ্বের বিভিন্ন ভাষাভাষী শিশু-কিশোরদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে