টিয়ের বিয়ে

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০

শ.ম. শহীদ
পায়রা করে- বাকুম বাকুম বসে রুপোর খাটে টিয়ের বিয়ে, সওদা কিনতে চড়ুই গেছে হাটে। মাছ আনবে- মাছরাঙ্গা আর শালিক ধানের আঁটি কাক আসবে দাওয়াত খেতে গাঁথছে বাবুই পাটি! ময়না দেবে গয়না কিছু কোকিল দেবে হার বউ কথা কও, ফিঙে, ঘুঘু ইচ্ছে যেমন যার! দোয়েল, কোয়েল, টুনটুনি ও ডাহুক গাবে গীত পেখম তুলে নাচবে ময়ূর পড়লে মাঘের শীত। জোনাকিদের নিয়ন আলোয় সাজবে বাড়িঘর টোপর মাথায় কাঠঠোকরা- রুমাল মুখের বর।