প্রজাপতি
প্রকাশ | ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০
বজলুর রশীদ
প্রজাপতি উড়ে আয়
আমারই বাগানে,
রাঙা ভরা ডানা খুঁজি
ফুল ফোটা এ ঘ্রাণে।
ভোর হলে আসে রোজ
কলিদের রাখে খোঁজ
খুলে দেয় ঘোমটা,
সারাদিন টুনটুনি
লোভ করে গুনগুনি
ফুল রসে জুসটা।
প্রজাপতি, প্রজাপতি,
রোজ আয় সকলে,
বাগানের শোভা পায়
তোমাদের দখলে।