মাছরাঙা

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০

এরশাদ জাহান
দিঘির জলে হেলেদুলে টেংরা পুঁটি নাচ করে চুপটি মেরে মাছরাঙাটা দূরত্ব তার আঁচ করে সুযোগ বুঝে ছোঁ মেরে সে এক সাথে তিন কাজ করে।