বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

খুকুর এখন একলা বিকেল

সুমনা দাশ শান্তা
  ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০
খুকুর এখন একলা বিকেল
খুকুর এখন একলা বিকেল

খুকুর এখন একলা বিকেল

বোকাবাক্সে বন্দি

আলোঝলমলে দিনেরা সব

করেছে দুখের সন্ধি।

ঘুমঘুম চাঁদ মিঠমিঠি তারা

ডাকে না খুকুকে আর

দিনগুলো তাই একঘেয়ে লাগে

মুখ হয়ে থাকে ভার।

খুকুর ও ছিল বিশাল আকাশ

স্নিগ্ধ, সবুজ নদী

কলকল জল ছলছল সুরে

বয়ে যেত নিরবধি।

খুকুর ছিল প্রজাপতি ভোর

চপল পাখির ডানা

হঠাৎ করে বিশাল এক

দত্যি দিল হানা।

সেই দত্যিটা কেড়ে নিয়ে গেল

খুকুর হাসি ও গান

তাইতো পাখি ভুলে ডাকাডাকি

মুখ করে থাকে ম্স্নান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে