বাংলা আমার মাতৃভূমি
সবার চেয়ে সেরা
কুসুম কোমল মাটির মায়া
স্নিগ্ধ ছায়ায় ঘেরা।
সারি সারি গাছ বাহারি
কী যে দারুণ দৃশ্য
সবুজ শ্যামল প্রেম প্রকৃতি
আমি যে তার শিষ্য।
ভালোবাসি মা মাটিকে
ভালোবাসি বাংলা
মনের মাঝে আঁচড় কাটে
চিরসবুজ জাংলা।
গাছগাছালি পাখপাখালি
কিচিরমিচির ডাকে
চোখ ধাঁধানো রূপের বাহার
গ্রামবাংলায় থাকে।