বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

হেমন্তদিন

নুরুল ইসলাম বাবুল
  ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০
হেমন্তদিন
হেমন্তদিন

হিমকুয়াশায় আস্তে চলে

নদীর মাঝি,

খেজুরগাছে লাগায় হাঁড়ি

মদন গাছি।

কৃষক চলে মাঠের পানে

কাস্তে নিয়ে,

কৃষান বধূ মোয়া বাঁধে

মুড়কি দিয়ে।

স্বদেশ ছেড়ে এ দেশ আসে

লক্ষ পাখি,

আমরা তাদের পরিযায়ী

নামেই ডাকি।

হাড় কাঁপিয়ে হিমেল হওয়া

যায় যে বয়ে,

হেমন্তদিন এমনি আসে

রঙিন হয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে