আমার দেশের কাদামাটি
সোনার ফসল ফলে খাঁটি।
দেশের মাটি গৌরব করি
মাটির জন্যই যুদ্ধ ধরি।
আমার দেশের মাটি ছন্দ
মাটির আছে স্বাদের গন্ধ।
আমার দেশের রবি হাসে
শিশির ভেজায় দূর্বাঘাসে।
আমার দেশে চাষা প্রাণে
ফুল-ফসল মৌ মৌ ঘ্রাণে।
আমার দেশে ভাটি গানে
পাখপাখালির কলতানে।
আমার স্বপ্নের পরিপাটি
মাটি যেন শীতল পাটি।
আমার দেশে মাটি বুকে
পিতামাতা ঘুমায় সুখে।
আমার দেশে বীরে জন্য
বাংলা আমার হলো ধন্য।
দেশের মাটি রক্তে কেনা
তিরিশ লাখ শহীদ দেনা।