তাইতো খোকা তাইতো

প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০

মিতুল সাইফ
এই দ্যাখো মা সব পেরেছি কিচ্ছু বাকি নাই তো। মা হেসে কয় আদর করে -তাইতো খোকা তাইতো! নেংটি ইঁদুর তাও এঁকেছি ছোট্ট পাখির ছাও এঁকেছি ভূতের ছানা আঁকতে গেলেই বিচ্ছিরি ভয় পাই তো! মা দেখে কয় অবাক হয়ে -তাইতো খোকা তাইতো। এই তো পড়ি দেশের কথা যুদ্ধ শুরু শেষের কথা অন্য মায়ায় বাউল হয়ে দেশের গীতি গাইতো! মা হেসে কয় ভালোবেসে -তাইতো খোকা তাইতো!