এই কার্তিকে

প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০

শেখ সোহেল রেজা
আশ্বিন গেল, কার্তিক এলো পাকলো ক্ষেতের ধান, মনের সুখে গাইছে চাষি নবান্নের এই গান। ঢেঁকিতে চাল গুঁড়ি করে বানায় পিঠা পায়েস, বারো মাসে তেরো পার্বণ আমার বাংলাদেশ। হিন্দু বাড়ি পূজা হয় দেখতে যাই সবাই, নাড়ু, চিড়া, পিঠা, পায়েস সবাই মিলে খাই। চাষির বউ কুলায় নিয়ে ঝাড়ে ধানের চাল, জেলে ভাই মাছ ধরে পেতে নতুন জাল।